এবার ‘পূর্ণাঙ্গ’ না কী ‘অন্তর্বর্তী’ বাজেট করবে কেন্দ্র? সাফ জানাল অর্থমন্ত্রক

নয়াদিল্লি: কী হবে এবারের বাজেট ভাগ্য? এবার পূর্ণাঙ্গ না কী অন্তর্বর্তী বাজেট করবে কেন্দ্র? এই জল্পনার জল ঢেলে নিজেদের অবস্থান জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ কেননা, মোদী সরকার ভোটে ফিরে আসছে ধরে নিয়ে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশের পরিকল্পনা করে কেন্দ্র৷ এই নিয়েই শুরু হয় বিতর্ক৷ কিন্তু, সেই বিতর্কে জল ঢেলে বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে সাফ জানিয়ে

3 stocks recomended

এবার ‘পূর্ণাঙ্গ’ না কী ‘অন্তর্বর্তী’ বাজেট করবে কেন্দ্র? সাফ জানাল অর্থমন্ত্রক

নয়াদিল্লি: কী হবে এবারের বাজেট ভাগ্য? এবার পূর্ণাঙ্গ না কী অন্তর্বর্তী বাজেট করবে কেন্দ্র? এই জল্পনার জল ঢেলে নিজেদের অবস্থান জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ কেননা, মোদী সরকার ভোটে ফিরে আসছে ধরে নিয়ে এবার পূর্ণাঙ্গ বাজেট পেশের পরিকল্পনা করে কেন্দ্র৷ এই নিয়েই শুরু হয় বিতর্ক৷ কিন্তু, সেই বিতর্কে জল ঢেলে বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী শুক্রবার সংসদে পেশ হবে অন্তর্বর্তী বাজেট৷

সংবাদ সংস্থা এএনআইকে অর্থমন্ত্রকের মুখপাত্র জানিয়ে দেন, সংসদে ২০১৯-২০ সালের অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে৷ এই নিয়ে কোনও বিভ্রান্তি থাকা উচিত নয়৷ প্রেস ইনফরমেশন ব্যুরোর এক কর্মশালায় কেন্দ্রীয় সরকারের এক অফিসার বলেছিলেন, ১ ফেব্রুয়ারি পেশ হবে ‘জেনারেল বাজেট ২০১৯-২০’৷ এমনকী অর্থমন্ত্রকের মুখপাত্র এ সম্পর্কে মুখ খোলার পরেও পিআইবি-র অফিসাররা বলেছেন, আগামী বাজেট নিয়ে সরকার যে প্রেস বিবৃতি দেবে তাতে লেখা থাকবে ‘জেনারেল বাজেট ২০১৯-২০’৷

আগামী শুক্রবার শেষ বাজেট পেশ করতে চলেছে মোদি সরকার৷ এই সরকারের আমলে এটাই শেষ বাজেট৷ আর এই বাজেটে মোদী সরকার কোন পথে হাঁটবে সেটাই এখন দেখার৷ নির্বাচনের আগে বলে মোদী সরকার কী জনমহিনী বাজেট পেশ করবে? সমস্ত মহলের প্রশ্ন এটাই। কেননা, নির্বাচনের আগে পেশ হওয়া অন্তর্বর্তীকালীন বাজেটে আগামী কয়েক মাসে যে খরচ হতে চলেছে তা পাস করিয়ে নেয় সরকার৷ বিরোধীরাও সেই দাবিই পেশ করে থাকে৷ সংসদের নিম্নকক্ষ লোকসভায় আলোচনা ছাড়াই বাজেট পেশ হয়ে যেতে পারে৷ কিন্তু মোদী কি সেই পথেই হাঁটবেন নাকি ভোটের আগে ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন সেটাই দেখার৷

২০১৪-২০১৫ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট: তৎকালীন অর্থমন্ত্রী পি চিদ্মবরম কর ছাড়ের পথে হাঁটেননি৷ তবে কয়েকটি শুল্কে ছাড় দেন৷

২০০৯-২০১০ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট: তৎকালীন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় বড় ঘোষণার পথে হাঁটেননি৷ কিন্তু সেই বাজেট পেশের আগেই কৃষকদের ঋণ মকুব করার কথা ঘোষণা করেছিল সরকার৷ অনেকে বলেন এই ঘোষণা দ্বিতীয় ইউপিএ সরকার গঠনে সহায়ক ভূমিকা নিয়েছিল৷

২০০৪-২০০৫ অর্থবর্ষের অন্তর্বর্তীকালীন বাজেট: তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন যশবন্ত সিনহা৷ তিনিও কর ছাড়ের পথ ধরেননি৷ তবে কয়েকটি প্রকল্পে পরিধি আরো বাড়িয়ে দেন তিনি৷ একই সঙ্গে মধ্যবিত্তদের জন্য বিমানে যাতায়াতের সময় সঙ্গে থাকা জিনিসপত্রের উপর থেকে করি কমিয়ে দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − five =