এবার আধারে বাধ্যতামূলক হচ্ছে সম্পত্তির খতিয়ান নথি

নয়াদিল্লি: আধার কার্ডের সঙ্গে এবার সম্পত্তির তথ্য যুক্ত করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ সূত্রের খবর, কালো টাকা নিয়ন্ত্রণে আনতে এবার আধারের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত নথি যুক্ত করা বাধ্যতামূলক করার বিষয়ে হাঁটতে চলেছে কেন্দ্র৷ কেন্দ্র সরকারের দাবি, আধার কার্ডের সঙ্গে সম্পত্তি নথি সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হলে কমানো যাবে বেনামী লেনদেন৷ সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রেও আনা

3 stocks recomended

এবার আধারে বাধ্যতামূলক হচ্ছে সম্পত্তির খতিয়ান নথি

নয়াদিল্লি: আধার কার্ডের সঙ্গে এবার সম্পত্তির তথ্য যুক্ত করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ সূত্রের খবর, কালো টাকা নিয়ন্ত্রণে আনতে এবার আধারের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত নথি যুক্ত করা বাধ্যতামূলক করার বিষয়ে হাঁটতে চলেছে কেন্দ্র৷

কেন্দ্র সরকারের দাবি, আধার কার্ডের সঙ্গে সম্পত্তি নথি সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হলে কমানো যাবে বেনামী লেনদেন৷ সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রেও আনা যেতে পারে স্বচ্ছতা৷ কেননা অনেক ক্ষেত্রেই দেখা যায় বহু প্রভাবশালী ব্যক্তির নামে একাধিক বেনামী সম্পত্তি রয়েছে৷ কর ফাঁকি দেওয়া থেকে শুরু করে মোটা দামে জমি কিনে তা ফেলে রাখারও অভিযোগ ওঠে৷ কালো টাকা সাদা করার রমরমা ব্যবসা চলছে জমি কেনা-বেচার মধ্যে৷ ফলে এই সব ব্যবস্থা যাতে মূলে বিনাশ করা যায়, সেই লক্ষ্যে এবার সম্পত্তির নথি আধার কার্ডের সঙ্গে যুক্ত করার নয়া ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র৷

পর্যবেক্ষক মহলের মতে, সম্পত্তির বিক্রয় মূল্য কমার ফলে নিয়ন্ত্রণে আসবে কালোটাকা৷ সম্পত্তি কেনার ক্ষেত্রেও সুবিধা পাবেন মধ্যবিত্তরা৷ কেননা বেনামি সম্পত্তি কিনে রেখে ফেলে রাখার অভিযোগ আগেই উঠেছে৷ সেই জমি বিক্রি করে কালো টাকা সাদা করার প্রবণতাও রয়েছে দেশে৷ মূলত এই ব্যবস্থাকে তুলে দেওয়াই এবার চ্যালেঞ্জে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =