এবার বিদেশেও বৈধ হচ্ছে ভারতীয় টাকা

জিম্বাবুয়েতে বৈধ হতে পারে ভারতীয় টাকা। পাঁচ বছর আগেই ঘোষণা করেছিল জিম্বাবুয়েন কেন্দ্রীয় ব্যাংক। এবার খুব শীঘ্রই সেই নির্দেশিকা কার্যকরী হতে চলেছে। শুধু তাই নয় জিম্বাবুয়ের টাকা ছাপানোর দায়িত্বও পেতে পারে ভারত সরকার। এমনটাই জানা গেছে সাউথ এশিয়ান মনিটর সূত্রে। সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, ভারত সরকারের সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (এসপিএমসিআইএল) কিছু

3 stocks recomended

এবার বিদেশেও বৈধ হচ্ছে ভারতীয় টাকা

জিম্বাবুয়েতে বৈধ হতে পারে ভারতীয় টাকা। পাঁচ বছর আগেই ঘোষণা করেছিল জিম্বাবুয়েন কেন্দ্রীয় ব্যাংক। এবার খুব শীঘ্রই সেই নির্দেশিকা কার্যকরী হতে চলেছে। শুধু তাই নয় জিম্বাবুয়ের টাকা ছাপানোর দায়িত্বও পেতে পারে ভারত সরকার। এমনটাই জানা গেছে সাউথ এশিয়ান মনিটর সূত্রে। সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, ভারত সরকারের সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড (এসপিএমসিআইএল) কিছু দিনের মধ্যেই নাসিক (মহারাষ্ট্র) ও দেবাসের (মধ্য প্রদেশ) নিজস্ব ছাপাখানায় জিম্বাবুয়েন ডলারও ছাপানো শুরু হতে পারে।

সেখানে আরও বলা হয়েছে, ২০১৫ সালের অক্টোবরে ইন্ডিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতে আসেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ওই সময় দুই দেশের পদস্থ কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। সেসময়ই জিম্বাবুয়েতে ভারতীয় টাকা বৈধ মুদ্রা হিসেবে চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল বলেও জানা গেছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, এসপিএমসিআইএলের দুই সদস্যের একটি দল দুই মাস আগে হারারে সফর করেছিলেন। এরা হলেন পরিচালক (অর্থ) অজয় আগারওয়াল ও পরিচালক (কারিগরি) অজয় শ্রীবাস্তব।

তার কিছুদিন আগে উপ-রাষ্ট্রপতি এম বেনকাইয়া নাইডু জিম্বাবুয়ে সফর করেছিলেন। ওই সফরকালে দুই দেশের মধ্যে ৬টি মউ স্বাক্ষরিত হয়। যার মধ্যে ছিল মুদ্রণ, তথ্য ও প্রযুক্তি, ভিসা শিথিলতা প্রভৃতি। এসপিএমসিআইএলের কর্মকর্তারা ভারতের দুটি প্রেসে বিভিন্ন মূল্যমানের জিম্বাবুয়েন নোট মুদ্রণ নিয়ে আলোচনা করেছেন। যদি সব কিছু ঠিক থাকে, জিম্বাবুয়ে হবে ভারতীয় ব্যাঙ্ক নোট ও টাকশাল থেকে ছাপানো মুদ্রা গ্রহণকারী তৃতীয় দেশ। একসময় নেপালি সব ব্যাংক নোটই ভারতে মুদ্রিত হতো। তবে ২০০৮ সালে নেপাল কর্তৃপক্ষ এ ব্যাপারে চিনের দিকে ঝোঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + three =