pennystock
কলকাতা: ৪ বছর আগে এই স্টকে ইনভেস্ট করলে আজ পেতেন ১.৫ কোটি টাকা! অবিশ্বাস্য তাই না? এই পেনিস্টকের ব্যাপারে না জানলে জেনে নিন
অনেকেই এটা শুনে বলতে পারেন পেনি স্টক আবার কী জিনিস? আর বিনিয়োগকারীরাই বা কেন পেনি স্টকের দিকে এত বেশি আকৃষ্ট হয়?আর যে পেনিস্টকের কথা আজ বলব আপনাদের সেটা যারা ৪ বছর আগে যারা কিনেছেন আজ তারা কার্যত কোটিপতি৷ হ্যাঁ, কার্যত ১০০০ বা ২০০০ নয়, এক ধাক্কায় ১৫০০০ শতাংশ রিটার্ন মিলেছে বিগত ৪ বছরে একটিমাত্র স্টক থেকেই৷ আপনারও কি কেনা ছিল SG Finserve-এর শেয়ার?
যে সকল কোম্পানির শেয়ার প্রাইস ১০ টাকার কম হয় এবং যাদের মার্কেট ক্যাপ অনেক কম তাদের পেনি স্টক বলা হয়৷ এই কোম্পানিগুলি খুবই ছোট হয়ে থাকে
এমনকি এগুলো স্মল ক্যাপ কোম্পানির থেকেও ছোট কোম্পানি৷ এই কোম্পানিগুলির শেয়ার সাধারণত ১০ টাকার কম হয়৷ ছোট সংস্থা হওয়ার কারণে এই স্টকগুলি সহজে প্রভাবিত হয়৷ ফলে, ঝুঁকিও থাকে সবচেয়ে বেশি৷ এই পেনিস্টকের দিকেই সাধারণত বেশি আকর্ষিত হন বিনিয়োগকারীরা। কারণ বিনিয়োগকারীরা যখন প্রথম শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে নামেন তখন তাদের হাতে বিনিয়োগ করার জন্য বেশি অর্থ থাকে না। কোন ব্যক্তি যদি ১০ হাজার টাকা নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে শুরু করেন তাহলে ওই ব্যক্তি কোন বড় কোম্পানির যার শেয়ার প্রাইজ ১ হাজার থেকে ২ হাজার টাকা, তা দিয়ে যদি শেয়ার কেনেন তাহলে হাতে গোনা ৫ থেকে ১০টা শেয়ার পাবে। কিন্তু অপরপক্ষে যদি ওই ব্যক্তি ১০ হাজার টাকায় কোনও পেনি স্টকে বিনিয়োগ করেন অর্থাৎ যে কোম্পানিগুলির শেয়ার মূল্য ২ টাকা থেকে ৫ টাকা তাহলে ওই ব্যক্তি ১ হাজার থেকে ৫ হাজারটা শেয়ার কিনতে পারবেন।
আর মানুষের সাইকোলজি এটাই যে আমরা কম টাকার মধ্য বেশি জিনিস পেতে চাই। তাই বেশিরভাগ বিনিয়োগকারী বিনিয়োগের শুরুতে পেনিস্টকে বিনিয়োগের জন্য আকৃষ্ট হয়ে পড়েন। তবে পেনিস্টকে বিনিয়োগ করার যেমন সুবিধা রয়েছে তেমন রয়েছে কিছু অসুবিধাও। অনেকেই রয়েছেন যাঁরা পেনি স্টক থেকে দূরে থাকেন, তাই আপনি যদি কোনও পেনি স্টক কেনেন ও সেই স্টকটির মূল্য বৃদ্ধি পায় আর সেই স্টকটি আপনি যদি বিক্রি করতে চান তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্টক বিক্রি করার জন্য লোক পাওয়া যাচ্ছে না। আপনি ওই স্টকটি নিয়ে ফেঁসে থাকবেন।
তাই বুঝে শুনে স্টক কিনুন৷ শেয়ার মার্কেটে প্রবেশ করার সময় বড় বড় সংস্থার স্টকের দিকে নজর রাখা জরুরি বলে মনে করেন বাজার বিশেষজ্ঞরা৷ কারণ, পেনি স্টকের তুলনায় অনেক বেশি সুরক্ষিত লার্জক্যাপ৷ ফলে, শুরুতেই পেনি স্টকের দিকে নজর রাখাই ভাল৷ কারণ, এতে ঝুকি খুবই৷ ফলে, টাকা হারানোর সম্ভাবনাও বেশি৷ পেনি স্টক অনেকটা চৌরাস্তার ধারে বিক্রি হওয়া লটারির মতো৷ ৬ টাকার লটারিতে যেমন ১ কোটি টাকা জেতার প্রলোভন থাকে, শেয়ার বাজারে পেন স্টক অনেকে তেমনই৷ এই প্রতিবেদন কোনও ভাবেই পেনি স্টকে বিনিয়োগের পক্ষে বা বিপক্ষে কোনও মতামত প্রকাশ করছে না৷ কারণ, শেয়ার বাজারে বিনিয়োগের সিদ্ধান্ত একান্ত আপনার৷ শেয়ার মার্কেটে বিনিয়োগের আগে অবশ্যই ঝুঁকির দিকগুলি বিবেচনা করা জরুরি৷
আর হ্যাঁ, আপনি যদি একেবারে ফ্রিতে শেয়ার বাজার
হাতে কলেমে শিখে, শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান?
তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুযোগ
বিস্তারিত জানতে ফোন করুন ৯০৯৩২১১২১১ নম্বরে