শেয়ার বাজারে বিনিয়োগ করবেন ভাবছেন? হাওয়া কোন দিকে জানেন?

শেয়ার বাজারে বিনিয়োগ করবেন ভাবছেন? হাওয়া কোন দিকে জানেন?

3 stocks recomended

কলকাতা: পুজো শেষ৷ দীপাবলিও শেষ৷ এবার ধীরে ধীরে কাজে ফেরার অপেক্ষা৷ বছরের ক্যালেন্ডার বলছে, এখনই সব উৎসব শেষ হচ্ছে৷ আসছে জগদ্ধাত্রী পুজো৷ তারপরই রয়েছে বড়দিন, নববর্ষ পালন৷ তারপর আসছে মেগা উৎসব, লোকসভা নির্বাচন৷ আর এই পরিস্থিতিতে এখন অনেকের মাথায় ঘুরছে, এখনই শেয়ার বাজারে লগ্নি করা ঠিক হবে কি না৷ আসুন, এই প্রতিবেদনে বোঝার চেষ্টা করা যাক, এখনই বিনিয়োগের সিদ্ধান্ত কতটা সঠিক?

এই মুহূর্তে নিফটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বিদেশি বিনিয়োগকারীদের তরফে সমানে রয়েছে সেলিং প্রেশার। কেননা, লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বাজারে স্থায়িত্বের আশা করছেন না বাজার বিশেষজ্ঞদের একাংশ। ফলে, এই মুহূর্তে যদি বিনিয়োগ করতেই হয়, তাহলে দুটি বিষয় মাথায় রাখা কথা বলছেন বাজার বিশেষজ্ঞদের একাংশ।  

বিশেষজ্ঞদের একাংশের মতে, চলতি বাজারে ঝুঁকি কম নিতে চাইলে, এসআইপিতে বিনিয়োগ হতে পারে সেরা সিদ্ধান্ত। কারণ, বাজার বুঝে এসআইপির ফান্ড ম্যানেজাররা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন৷ সেক্ষেত্রে বাজারের দিকে সবসময়  তাকিয়ে থাকার প্রয়োজনীয়তা কিছুটা কমবে৷

আপনার পোর্টফোলিওতে এই মুহূর্তে যদি কোনও শেয়ার কেনা থাকে, তাহলে ওই শেয়ারকে কোনও ভাবেই ৮ শতাংশের নিচে নামতে দেবেন না৷ শেয়ারের দাম যদি ৮ শতাংশের নিচে পড়ে যায়, তাহলে কেনা দামে ফিরতে হলে ওই শেয়ারকে ৯ শতাংশ পর্যন্ত বাড়তে হবে৷ চলতি বাজারে এক-ধাক্কায় ৯ শতাংশ বৃদ্ধির আশা খুব একটা করছেন না বাজার বিশেষজ্ঞদের একাংশ৷  আর কোনও শেয়ার যদি ২৫ শতাংশ পড়ে যায়, তাহলে কেনা দামে ফিরতে হলে ওই শেয়ারকে ৩৩ শতাংশ পর্যন্ত বাড়তে হবে৷ একইভাবে ৫০ শতাংশ কমে যাওয়া শেয়ার কেনা দামে ফিরতে প্রয়োজন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি৷ ৭৫ শতাংশ কমা শেয়ারকে ৩০০ শতাংশ পর্যন্ত বাড়তে হবে৷ তা না হলে মূলধন ক্ষতির মুখোমুখি হতে হবে৷

ফলে, বাজারে বিনিয়োগের আগে অবশ্যই বাজার সম্পর্ক ধারণা তৈরি করা জরুরি৷ মনে রাখা জরুরি, শেয়ার বাজারে বিনিয়োগ করতে গেলে অবশ্যই টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই হবে৷ ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ এছাড়াও LIVE শেয়ার বাজারে শিক্ষামূলক টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আপনিও৷ ট্রেডিং স্কিল বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷  https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls

Only for information and Education purpose, Please consult your adviser before investing.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + twenty =