কলকাতা: শুক্রবার থেকে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ককর্মীদের সংগঠন এআইবিওবি। ফলে এদিন থেকেই কার্যত ৫ দিনের জন্য বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা। বড়দিনের আগে টানা ব্যাঙ্ক বন্ধে বিপাকে সাধারণ মানুষ। শহরের মানুষ তবুও কিছুটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে অভ্যস্থ। কিন্ত গ্রাম বা মফঃস্বলের মানুষ এখনও ততটা অভ্যস্ত নয়। ফলে নগদের জোগানের আশঙ্কা ছড়িয়ে সর্বত্রই। আবার ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার। ফলে সেদিনও বন্ধ থাকবে পরিষেবা। ২৩ ডিসেম্বর রবিবার সাপ্তাহিক ছুটির দিন। একমাত্র স্বান্তনা ২৪ ডিসেম্বর। ওই দিন ব্যাঙ্ক খুললেও পরের দিনই আবার বড়দিনের ছুটি। ২৬ তারিখও ফের ধর্মঘটের ডাক দিয়েছে ব্যঙ্ককর্মীদের আরেকটি সংগঠন ইএফবিইউ। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের পাশাপাশি বন্ধ থাকছে বেসরকারি ব্যাঙ্কও। যদিও বলা হচ্ছে এটিএম খোলা থাকছে। কিন্তু টানা ধর্মঘটের জেরে এটিএম পরিষেবা বিঘ্ন হতে বাধ্য। ফলে নগদের যোগানে টান পড়তে পড়বেই, এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।
বড়দিনে উৎসবে মাঝেই নগদের সংকটের আশঙ্কা
কলকাতা: শুক্রবার থেকে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ককর্মীদের সংগঠন এআইবিওবি। ফলে এদিন থেকেই কার্যত ৫ দিনের জন্য বন্ধ ব্যাঙ্কিং পরিষেবা। বড়দিনের আগে টানা ব্যাঙ্ক বন্ধে বিপাকে সাধারণ মানুষ। শহরের মানুষ তবুও কিছুটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে অভ্যস্থ। কিন্ত গ্রাম বা মফঃস্বলের মানুষ এখনও ততটা অভ্যস্ত নয়। ফলে নগদের জোগানের আশঙ্কা ছড়িয়ে সর্বত্রই।