বর্ষার আশার বাণী শোনাতে পারল না আবহাওয়া দপ্তর, বড় ক্ষতির আশঙ্কা

কলকাতা: ভরা বর্ষার মরশুমেও আশার বাণী শোনাতে পারল না আবহাওয়া দপ্তর৷ আর তাতেই বর্ষার ঘাটতির আশঙ্কায় চিন্তা বাড়িয়েছে বাংলার কৃষকদের৷ বর্ষা ভাল না হওয়ায় পাট চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে৷ পুকুর-ডোবায় প্রয়োজনীয় জল না থাকায় পাট পচাতে সমস্যায় পড়তে চলেছেন বাংলার কয়েক লক্ষ্য কৃষক৷ এমনিতেই এবার দেরিতে দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা৷ শুরু থেকে উত্তরবঙ্গে ভারী

3 stocks recomended

বর্ষার আশার বাণী শোনাতে পারল না আবহাওয়া দপ্তর, বড় ক্ষতির আশঙ্কা

কলকাতা: ভরা বর্ষার মরশুমেও আশার বাণী শোনাতে পারল না আবহাওয়া দপ্তর৷ আর তাতেই বর্ষার ঘাটতির আশঙ্কায় চিন্তা বাড়িয়েছে বাংলার কৃষকদের৷ বর্ষা ভাল না হওয়ায় পাট চাষে বড়সড় ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে৷ পুকুর-ডোবায় প্রয়োজনীয় জল না থাকায় পাট পচাতে সমস্যায় পড়তে চলেছেন বাংলার কয়েক লক্ষ্য কৃষক৷

এমনিতেই এবার দেরিতে দক্ষিণবঙ্গে ঢুকেছে বর্ষা৷ শুরু থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণের জন্য বর্ষা কোনও সুখব এখনও পর্যন্ত নিয়ে আসতে পারেনি৷ পরিস্থিতি এমন, দক্ষিণ তো বটেই এমনকী উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির ঘাটতি প্রকট হতে শুরু করেছে৷ এই অবস্থায় কোনও আশার বাণীও শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর৷  উত্তরে এখন বৃষ্টি হলেও, দক্ষিণের জেলাগুলিতে হালকা দু-এক পশলা বৃষ্টি হতে পারে৷ বড় মাপের বৃষ্টির সম্ভাবনা নেই৷ ফলে, আষাঢ়ের প্রায় শেষ ভাগে এসেও বর্ষার জন্য শুরু হাপিত্যেশ বাংলার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =