নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসাবে দায়িত্ব নিয়েছেন শক্তিকান্ত দাস৷ দেশের অর্থনীতির হাল ধরতে সমস্ত ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের ডাকও দিয়েছেন তিনি৷ আজ, বৃহস্পতিবার এই বৈঠক ঘিরে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে বাজার৷ সুদের হার কমতে পারে এই সম্ভাবনায় আজ বাজার খুলতেই ২০০ পয়েন্ট ওঠে সেনসেক্স৷
কেন্দ্রীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে, সাধারণ উপভোক্তাদের ব্যবহৃত পণ্যের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার নভেম্বর মাসে কমে হয়েছে ২.৩৩ শতাংশ, অক্টোবর মাসে ওই হার ছিল ৩.৩৮ শতাংশ৷ নয়া রিপোর্ট পেশ হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে গভর্নর জানান, মূল্যবৃদ্ধিকে নজরে রেখে ঋণনীতি নির্ধারণের ধারাই বজায় রাখা হবে। ২০১৬ সালে এই নীতির ভিত্তিতে সুদের হার নির্ধারণের ব্যবস্থা শুরু হয় যেখানে প্রতি পাঁচ বছরের মেয়াদে কেন্দ্রীয় সরকার মূল্যবৃদ্ধির ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা ঠিক করে দেবে এবং ওই সীমার মধ্যে মূল্যবৃদ্ধির হারকে বেঁধে রাখতে সুদের হার বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেবে ছয় সদস্যের মানিটরি পলিসি কমিটি (এমপিসি)। কিন্তু, গত জুলাই-অগস্ট থেকে মূল্যবৃদ্ধির হার ক্রমশ নিম্নমুখী থাকা সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার কমায়নি। এমনকী, অক্টোবর মাসে মূল্যবৃদ্ধির হার ৩.৩৮ শতাংশে নেমে এলেও এ মাসের গোড়ায় সুদের হার অপরিবর্তিত রাখে উর্জিত প্যাটেলের নেতৃত্বাধীন এমপিসি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের মনোমালিন্যের এটাও একটা বড় কারণ। শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্কের দায়িত্ব নেওয়ার পর আগামী ফেব্রুয়ারি মাসে পরবর্তী ঋণনীতি ঘোষণায় অথবা তার আগে সুদের হার কমার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। সুদের হার কমার আশাতেই বুধবার শেয়ার বাজার প্রায় ৬৩০ পয়েন্ট লাফায়। ঋণপত্রের বাজারে এ দিন ১০-বছর মেয়াদি সরকারি ঋণপত্রে সুদের হার ৭.৪১% নেমে আসে। কয়েক মাস আগেই ওই হার ছিল ৮% কাছাকাছি৷