কলকাতা: কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা সংস্থা ডিআরআইয়ের ধাঁচে এ রাজ্যে তৈরি হচ্ছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স অ্যান্ড এনফোর্সমেন্ট বা ডিআরআইই৷ বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংস্থা গঠনের বিষয়টি ছাড়পত্র পেয়েছে৷ মূলত রাজ্যে বিভিন্ন উৎস থেকে যে রাজস্ব আদায় হয়, তা ফাঁকি দেওয়ার প্রবণতা রুখতে বা আর্থিক অপরাধের তদন্ত করবে ডিআরআইই৷
অর্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত এই সংস্থার দায়ের করা মামলার জন্য আলাদা থানা এবং নির্দিষ্ট একটি আদালত গঠন করার বিষয়েও সবুজ সঙ্কেত দিয়েছে মন্ত্রিসভা৷ জানা গিয়েছে, নানা সংস্কারের কারণে ২০১১-১২ আর্থিক বছর থেকে রাজ্যে রাজস্ব সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে৷ জিএসটি চালু হওয়ার পর রাজ্যের অংশ এবং আবগারি শুল্ক বাবদ যে কর সংগ্রহ হয়, তা ফাঁকি দেওয়ার প্রবণতাও বাড়ছে৷ সেই প্রবণতা বন্ধ করার পাশাপাশি করখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিআরআইই৷ এই নতুন সংস্থার জন্য ডিরেক্টর, অ্যাডিশনাল ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর সহ মোট ৬১টি পদের অনুমোদনও মন্ত্রিসভা দিয়েছে৷