আকাশ ছোঁয়া দাম চড়াল আদা-রসুন-কাঁচা লঙ্কা

কলকাতা: ষষ্ঠ দফার ভোটও শেষ হয়ে গেল রবিবার। হাতে আর মাত্র এক দফা। কিন্তু রাজনীতি নিয়ে আলোচনায় খামতি নেই কোথাও। এখন সর্বত্র ভোটের হাওয়া। কোন দল ক’টা আসন পাবে, তার চর্চাতেই মশগুল চারদিক। অফিসে, বাসে, ট্রেনে, বাজারে কান পাতলে শোনা যাচ্ছে ভোট সংক্রান্ত নানা মুখোরোচক গল্প বা প্রবল তাত্ত্বিক আলোচনা। অনেকেই আবার বলছেন, এইসব তর্ক-বিতর্ক

imagesmissing

আকাশ ছোঁয়া দাম চড়াল আদা-রসুন-কাঁচা লঙ্কা

কলকাতা: ষষ্ঠ দফার ভোটও শেষ হয়ে গেল রবিবার। হাতে আর মাত্র এক দফা। কিন্তু রাজনীতি নিয়ে আলোচনায় খামতি নেই কোথাও। এখন সর্বত্র ভোটের হাওয়া। কোন দল ক’টা আসন পাবে, তার চর্চাতেই মশগুল চারদিক। অফিসে, বাসে, ট্রেনে, বাজারে কান পাতলে শোনা যাচ্ছে ভোট সংক্রান্ত নানা মুখোরোচক গল্প বা প্রবল তাত্ত্বিক আলোচনা। অনেকেই আবার বলছেন, এইসব তর্ক-বিতর্ক নাকি নিজের মনকে অন্যদিকে ঘুরিয়ে রাখারই ছল মাত্র। কারণ যেভাবে জিনিসের দাম বাড়ছে, তাতে মোটেই সুখে নেই বাঙালি। রোদ যত চড়ছে, বাজারদরও যেন ততটাই উত্তপ্ত।

দিন দশেক আগেও জিনিসপত্রের দাম কমার সামান্য রূপালি রেখা দেখা গিয়েছিল। কিন্তু ফের চড়তে শুরু করেছে বাজারদর। ঝিঙে, পটল, টম্যাটোর দামের চোখ রাঙানিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আদা-রসুনের দর। তাতে তাল ঠুকতে শুরু করেছে কাঁচালঙ্কাও। রবিবার যাঁরা বাজার গিয়েছেন, তাঁরা দেখেছেন, বাজারে মাছ, মাংস থেকে তরিতরকারি উপচে পড়েছে সর্বত্র। ছুটির বাজারে যত বেশি ভিড়, তত বেশি দাম, তাও জানেন সবাই। কিন্তু যাঁরা রোজ বাজার করেন, তাঁরা বোঝেন, সপ্তাহের সাতদিনই এখন ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে বাজারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *