করোনার আঁচ সেনসেক্সেও! হু হু করে পড়ছে শেয়ার দর

করোনার আঁচ সেনসেক্সেও! হু হু করে পড়ছে শেয়ার দর

 
নয়াদিল্লি: করোনার আঁচ এবার লাগল সেনসেক্সেও৷ সোমবার শেয়ার বাজার খোলার পরই সেনসেক্স পড়ল অনেকটা ৷ এক ধাক্কায় ১৩০০ পয়েন্ট কমেছে সেনসেক্স৷

দেশজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ ক্রমশ বৃদ্ধির জন্য নতুন করে বিনিয়োগে অনীহা প্রকাশ করছেন অনেকে ৷ ৩০টি শেয়ারের বিএসই সূচক ১,৩১৮.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৭,৫১৩.৮২ ৷ একই ভাবে এনএসই নিফটি ৩৯৪.৯০ পয়েন্ট কমে হয়েছে ১৪,২২২.৯৫ ৷ ৫ শতাংশ কমে সবচেয়ে ক্ষতি হয়েছে বাজাজ অটো, তার পর ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এসবিআই, আইসিআইসিআই, বাজাজ ফিনান্স আর অ্যাক্সিস ব্যাঙ্ক ৷ শুক্রবারের অস্থায়ী তথ্য অনুসারে, পুঁজির বাজারে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলিই মূল ক্রেতা ছিল ৷ তারা মোট ৪৩৭.৫১ কোটি টাকার শেয়ার কিনেছিল সেই দিনই ৷ রবিবার শেয়ার বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক ছিল ৪৮,৮৩২.০৩৷

বেড়েছিল ২৮.৩৫ পয়েন্ট ৷ আর নিফটি বেড়েছিল ৩৬.০৪ পয়েন্ট ৷ গতকাল শেয়ার বাজার বন্ধের সময় নিফটির সূচক ছিল ১৪,৬১৬.৮ ৷ জিওজিস্ট ফিনান্সিয়াল সার্ভিসেসের চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভি কে বিজয়কুমার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘দেশে করোনা সমস্যা চলছেই ৷ আর তার সঙ্গে আঞ্চলিক লকডাউন, কেনাবেচার ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ ৷ এটা শেয়ার বাজারের জন্য আশঙ্কাজনক ৷’ তবে করোনার প্রভাব শেয়ার বাজারে পুরোপুরি পড়বে না বলে আশাবাদী ভি কে বিজয়কুমার৷

দ্বিতীয় বার করোনায় দেশবাসী সংক্রমিত হওয়ার আগে ১১ শতাংশ জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল৷ আর পরিকল্পনা ছিল, ২০২১-২২ আর্থিক বছরে ৩০ শতাংশেরও বেশি আয় বৃদ্ধি ৷ যেটা পূরণ করা সম্ভব নয় বলে বিশেষজ্ঞরা বলছেন৷ কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে ৷ কমছে সুস্থ হওয়ার হার ৷ বেড়েছে মৃত্যুর হারও৷ শেয়ার মার্কেট পতনে এটা গুরুত্বপূর্ণ কারণ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯,২৯,৩২৯৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *