Aajbikel

বদলে গেল ATM থেকে টাকা তোলার নিয়ম, আজ থেকে কার্যকর

 | 
বদলে গেল ATM থেকে টাকা তোলার নিয়ম, আজ থেকে কার্যকর


নয়াদিল্লি: দীর্ঘ লকডাউন কাটিয়ে শুরু হয়েছে আনলক ২ পর্ব৷ করোনা সংক্রমণের আতঙ্ক সত্ত্বেও জীবিকা বাঁচাতে পথে নামতে বাধ্য হচ্ছেন দেশের জনতা৷ দীর্ঘ লকডাউনের জেরে বেতনে কোপ, উপার্জন কমলেও আর রক্ষা নেই সাধারণ মধ্যবিত্ত জনতার৷ আজ থেকেই ফের বদলে যাচ্ছে এটিএমে টাকা তোলার নিয়ম৷

সাধারণ জনতার উপার্জন কমলেও আজ থেকে কার্যকর হচ্ছে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন নিয়ম৷ আগে যে নিয়ম কার্যকর ছিল, সেই হারে এবার চার্জ কাটা হবে৷ ফলে, আজ থেকে গ্রহক যদি তাঁর সংশ্লিষ্ট ব্যাংকের বাইরে গিয়ে অন্য কোনও ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন, তাহলে প্রথম কিছু লেনদেনের পর চার্জ কাটবে ব্যাংক৷

করোনা রুখতে দেশজুড়ে জারি হওয়া লকডাউনের জেরে এটিএমে টাকা তোলার ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়৷ মার্চের শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, কোনও চার্জ ছাড়াই একটি ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন৷ কোনও চার্জ ছাড়াই এটিএমে টাকা তোলার সুবিধা তিন মাসের জন্য দেওয়া হলেও আজ থেকে তা উঠে গিয়েছে৷ ফলে আজ থেকে এটিএমে টাকা তুলতে গেলে আগের নিয়মে গ্রাহকদের চার্জ গুনতেই হবে৷

Around The Web

Trending News

You May like