সবথেকে ধনী তারকা সলমন, ভারতীয় মহিলাদের মধ্যে কে জানেন?

মুম্বি: আরও একবার ভারতের সবথেকে ধনবান সেলেব্রিটি হলেন সলমন খান। এই নিয়ে পরপর তিনবার ফোর্বসের ১০০ ধনী সেলেব্রিটি ধনীর তালিকায় প্রথমে তিনি। ফোর্বস জানাচ্ছে, ২০১৭ সালের ১ অক্টোবর থেকে এবছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সলমন রোজগার করেছেন ২৫৩ কোটি ২৫ লাখ টাকা। মহিলাদের মধ্যে ১১২ কোটি ৮০ লাখ আয় করে দীপিকা পাড়ুকোন রয়েছেন চতুর্থ স্থানে। ২০১২

3 stocks recomended

সবথেকে ধনী তারকা সলমন, ভারতীয় মহিলাদের মধ্যে কে জানেন?

মুম্বি: আরও একবার ভারতের সবথেকে ধনবান সেলেব্রিটি হলেন সলমন খান। এই নিয়ে পরপর তিনবার ফোর্বসের ১০০ ধনী সেলেব্রিটি ধনীর তালিকায় প্রথমে তিনি। ফোর্বস জানাচ্ছে, ২০১৭ সালের ১ অক্টোবর থেকে এবছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সলমন রোজগার করেছেন ২৫৩ কোটি ২৫ লাখ টাকা।

সবথেকে ধনী তারকা সলমন, ভারতীয় মহিলাদের মধ্যে কে জানেন? মহিলাদের মধ্যে ১১২ কোটি ৮০ লাখ আয় করে দীপিকা পাড়ুকোন রয়েছেন চতুর্থ স্থানে। ২০১২ সালে ফোর্বসের তালিকা প্রকাশ শুরু হওযার পর থেকে দীপিকাই প্রথম মহিলা তারকা যিনি প্রথম পাঁচে এলেন। তুলনায় প্রিয়াঙ্কা পিছিয়ে পড়েছেন অনেকটাই। ১৮ কোটি টাকা রোজগার করে তিনি রয়েছেন ৪৯ নম্বরে। আগে তিনি ছিলেন সপ্তম স্থানে। সলমনের পর দুই নম্বরে রয়েছে বিরাট কোহলি। তাঁর আয় ছিল ২২৮ কোটি টাকা। ৫৬ কোটির আয় নিয়ে শাহরুখ খান দুই নম্বর থেকে নেমেছেন ১৩ নম্বরে। ৩ নম্বরে অক্ষয়কুমার, রোজগার ১৮৫ কোটি। আমির খানের আয় সাড়ে ৯৭ কোটি। তিনি তালিকায় ৬ নম্বরে। তাঁর পরে অমিতাভ বচ্চন, উপার্জন ৯৬ কোটি। তালিকায় রয়েছেন আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফ, পি ভি সিন্ধু, সাইনা নেহালের মতো ১৮ জন মহিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =