ব্যবসায়ীদের জন্য সুখবর শোনার RBI, আজ থেকেই কার্যকর

নয়াদিল্লি: ঘোষণার আগেই হয়ে ছিল৷ এবার আজ থেকেই হল কার্যকর৷ আরবিআইয়ের নয়া নির্দেশ অনুযায়ী আজ থেকেই আরটিজিএসের সময়সীমা বাড়ল হয়েছে৷ সকাল ৭টা থেকে সন্ধ্যে ছ’টা মধ্যে এই লেনদেন এখন করা যাবে৷ রিজার্ভ ব্যাংকের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট বা আরটিজিএসের সময়সীমা বাড়ানো হবে৷ এত দিন সকাল ৮টা থেকে ছ’টা পর্যন্ত আরটিজিএস

3 stocks recomended

ব্যবসায়ীদের জন্য সুখবর শোনার RBI, আজ থেকেই কার্যকর

নয়াদিল্লি: ঘোষণার আগেই হয়ে ছিল৷ এবার আজ থেকেই হল কার্যকর৷ আরবিআইয়ের নয়া নির্দেশ অনুযায়ী আজ থেকেই আরটিজিএসের সময়সীমা বাড়ল হয়েছে৷ সকাল ৭টা থেকে সন্ধ্যে ছ’টা মধ্যে এই লেনদেন এখন করা যাবে৷

রিজার্ভ ব্যাংকের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট বা আরটিজিএসের সময়সীমা বাড়ানো হবে৷ এত দিন সকাল ৮টা থেকে ছ’টা পর্যন্ত আরটিজিএস লেনদেন করা যেত৷ কিন্তু ব্যবসায়ীদের সুবিধার কথা মাথায় রেখে সেই লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বাড়ানো হয়েছে৷ এখন থেকে সকাল ৮টার পরিবর্তে সকাল ৭টা থেকে করা যাবে আরটিজিএস৷ সন্ধ্যা ছ’টা পর্যন্ত করা যাবে লেনদেন৷

মোটা অঙ্কের টাকা লেনদেনের জন্য আরটিজিএস ব্যবস্থা চালু করেছে আরবিআই৷ সর্বনিম্ন দু’লক্ষ টাকা লেনদেন করা যায় আরটিজিএসের মাধ্যমে৷ মূলত ব্যবসায়ীরাই এই আরটিজিএস বেশি ব্যবহার করে থাকেন৷ ফলে দিনে এক ঘণ্টা বাড়তি সময় পেয়ে যাওয়ায় ব্যবসায়ীরা উপকার পাবেন বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =