নয়াদিল্লি: দ্বিতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ আসুন দেখেনি কোন কোন দ্রব্যের দাম কমল বা বাড়ল৷
যে দ্রব্যের দাম কমল: কৃত্রিম কিডনি তৈরিতে ব্যবহৃত সামগ্রী, বিদেশ থেকে আমদানিকৃত উল, বিদেশ থেকে আমদানিকৃত প্রতিরক্ষায় ব্যবহৃত সরঞ্জাম, দেশ থেকে আমদানিকৃত ইলেকট্রনিক্স গাড়ির যন্ত্রাংশ৷
যে দ্রব্যের দাম বাড়ল: পেট্রোল এবং ডিজেল, সিসিটিভি এবং আইপি ক্যামেরা, ধাতব পণ্য, বিদেশ থেকে আমদানিকৃত স্প্লিট এসি, বিদেশ থেকে আমদানিকৃত প্ল্যাটিনাম, বিদেশ থেকে আমদানিকৃত গাড়ির যন্ত্রাংশ, বিদেশ থেকে আমদানিকৃত লাউড স্পিকার, বিদেশ থেকে আমদানিকৃত প্লাগ, সকেট এবং সুইচ, সিগারেট, গুটখা সহ সমস্ত তামাকজাত পণ্য, বিদেশ থেকে আমদানিকৃত সোনা সহ অন্যান্য মূল্যবান ধাতু, বিদেশ থেকে আমদানিকৃত বই, বিদেশ থেকে আমদানিকৃত কাজুবাদাম৷