কলকাতা: ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ড আভাস দিয়েছে, গোটা বিশ্বেই অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এই সংস্থার তত্ত্বকে সায় দিয়েছে নানা আন্তর্জাতিক রিপোর্ট।
টালমাটাল বাজারে বিনিয়োগকারীরা এমন কোথাও লগ্নি করতে চান, যেখানে ঝুঁকি কম। এক্ষেত্রে সবচেয়ে আদর্শ জায়গা সোনা। এদিকে, সোনায় বিনিয়োগ বেড়ে যাওয়া মানে তার চাহিদা বেড়ে যাওয়া। চাহিদা বাড়লে দাম বাড়ে অর্থনীতির নিয়মে। তাই চলতি বছরে সোনার দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল। তাদের বক্তব্য, বর্তমানে যে দাম চলছে, তাতে এটাই সোনা কেনার উপযুক্ত সময়। সামনেই লগনসা। বিয়ের মরশুম। তাই দাম বাড়ার ঝুঁকি না নিয়ে এখনই হলুদ ধাতুর জন্য খরচ করলে, মোটেই বোকামি হবে না।
সোনা ব্যবসায়ীরা জানিয়েছেন, আমেরিকার অর্থনৈতিক অবস্থা এখন ভালো নয়। পাশাপাশি যুক্ত হয়েছে চীনের সঙ্গে বাণিজ্যিক লড়াই। এগুলি সোনার দাম বাড়ানোর জন্য বড় ইন্ধন। আমেরিকা, চীন বা ভারত তাদের আর্থিক বৃদ্ধির জন্য শিল্পে ঋণ বাড়াতে পারে। সুদের হার কমলে, বাজারে নগদ টাকার জোগান বাড়বে। আমেরিকা সুদের হার কমাতে পারে বলে আশায় আছে গোটা বিশ্ব।