কলকাতা: করোনা মহামারীর আবহে মুখ থুবড়ে পড়েছে আন্তর্জাতিক বাজার৷ হু হু কমছে আন্তর্জাতিক বাজারে তেলের দম৷ বিশ্ববাজারে জলের থেকেও সমস্ত জ্বালানি তেলের দাম৷ বিশ্ব বাজারে মন্দার কারণে দেশের বাজারে তেলের দামে কোনও প্রভাব না পড়লেও কমেছে রান্নার গ্যাসের দাম৷ বাংলায় সিলিন্ডারের দর এতটাই কমে গিয়েছে, তাতে এবার নতুন করে কোনও ভর্তুকি না পওয়ার আশঙ্কা করছেন গ্রাহকদের একাংশ৷
কেননা, করোনা প্রভাবে এক ধাক্কায় গ্যাসের দাম এর আগে এতটা কোনও দিনও কমেনি৷ চলতি মাসে গ্যাসের দর দাঁড়িয়ে ১৪.২ কেজি সিলিন্ডার পিছু ৫৮৪.৫০ টাকা৷ গত মাসের তুলোনায় ১৯০ টাকা কম৷ এপ্রিল সেই দাম ছিল ৭৭৪.৫০ টাকা৷ কিন্তু, দাম কমলেও মিলবে ভর্তুকি?
রান্নার গ্যাসে কত টাকা ভর্তুকি মিলবে সেই হিসাব আগে লেখা থাকত রসিদে৷ কিন্তু, মাস ৫ হল, তা তুলে দেওয়া হয়েছে৷ ফলে, গ্যাসে কত টাকা ভর্তুকি পাওয়া যাচ্ছে, তা জানতে পারছেন না গ্রাহকরা৷ জানতে গেলে ব্যাংকের অ্যাকাউন্ট ঘেঁটে দেখতে হচ্ছে, কোন মাসে কত টাকা ভর্তুকি পাওয়া গিয়েছে৷গ্রাহকদের অভিযোগ, গত বছর থেকে ফি মাস পর্যন্ত ধাপে ধাপে বেড়েছে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম৷ ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়লেও সেই অর্থে মেলেনি ভর্তুকি৷ কোনও মাসে রান্নার গ্যাসের দাম না বাড়লেও মধ্যবিত্তের ভর্তুকির অঙ্কে কোপ পড়েছে৷
কিন্তু, এখন করোনা প্রভাবে গ্যাসের দাম কমেছে বটে, কিন্তু আদৌ মিলবে ভর্তুকি? কোনও কোনও গ্রাহককে মৌখিকভাবে জানানো হয়েছে, চলতি মাসে যে দরেব গ্যাসের দাম ঘোষিত হয়েছে, তাতে কোনও ভর্তুকি পাওয়া যাবে না৷ মিললেও নামমাত্র৷ তবে, কত টাকা ভর্তুকি দেওয়া হল, তা সঠিকভাবে এখনও জানানো হয়নি সংস্থার তরফে৷