রান্নার গ্যাসের দামও এক ধাক্কায় অনেকটাই কমালো কেন্দ্র

নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের পর এবার গ্যাসের দামও এক ধাক্কায় অনেকটাই কমছে। কমছে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন গ্যাসের দামও। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে ১৩৩ টাকা। সিলিন্ডার পিছু প্রায় ৬ টাকা দাম কমছে ভর্তুকিবিহীন গ্যাসের। আগামীকাল ১ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হচ্ছে। টানা ৬ মাস মূল্যবৃদ্ধির পর অনেকটাই কমছে গ্যাসের দাম। গত কয়েকমাস ধরে লাগাতার দাম বৃদ্ধি হচ্ছিল

3 stocks recomended

রান্নার গ্যাসের দামও এক ধাক্কায় অনেকটাই কমালো কেন্দ্র

নয়াদিল্লি: পেট্রোল-ডিজেলের পর এবার গ্যাসের দামও এক ধাক্কায় অনেকটাই কমছে। কমছে ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন গ্যাসের দামও। ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে ১৩৩ টাকা। সিলিন্ডার পিছু প্রায় ৬ টাকা দাম কমছে ভর্তুকিবিহীন গ্যাসের। আগামীকাল ১ ডিসেম্বর থেকে নতুন দাম কার্যকর হচ্ছে।

টানা ৬ মাস মূল্যবৃদ্ধির পর অনেকটাই কমছে গ্যাসের দাম। গত কয়েকমাস ধরে লাগাতার দাম বৃদ্ধি হচ্ছিল গ্যাসের। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। নাভিশ্বাস হতে হয়েছিল মধ্যবিত্তকে। প্রায় ৯০০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল রান্নার গ্যাসের দাম। এভাবে দাম বৃদ্ধি হওয়াতে কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ ক্রমশ বাড়ছিল। মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করেছিল বিরোধী রাজনৈতিক দলগুলিও। কিন্তু ১ ডিসেম্বর থেকে কমছে গ্যাসের দাম। তার জেরে মাস ছয়েক ধরে বেশি দামে গ্যাস কিনতে কিনতে নাজেহাল মধ্যবিত্তের মুখে শেষমেশ ফুটল হাসি। সিলিন্ডার পিছু দাম অনেকটাই কমায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন গৃহস্থেরা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হল ৫০০.৯০ টাকা। চলতি বছরের জুন থেকে বাড়ছিল ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম। গত ১ নভেম্বরে বেড়েছিল সিলিন্ডার প্রতি ২.৯৪ টাকা। ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কমছে ১৩৩ টাকা। দিল্লিতে এবার সিলিন্ডার কিনতে গেলে দিতে হবে ৮০৯.৫০ টাকা। বছরে ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকির অঙ্ক পৌঁছে যায় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। ডিসেম্বরে ৩০৮.৬০ টাকা ভর্তুকি পাবেন উপভোক্তারা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি জানিয়েছে, আন্তজার্তিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। টাকার দামেও উন্নতি ঘটেছে। সে কারণেই কমল সিলিন্ডারের দাম। দেরিতে হলেও প্রায় ১০০ টাকার কাছাকাছি সিলিন্ডারের দাম কমায় খুশি ভুক্তভোগী গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *