চুপিসাড়ে বাড়ল রান্নার গ্যসের দাম, সুরক্ষার প্রশ্নেও নেই সদুত্তর!

নয়াদিল্লি: চলতি বছরের আগস্ট থেকেই রান্নার গ্যাসের রসিদে ভর্তুকির অঙ্ক উধাও৷ রান্নার গ্যাসের দাম যেমন এক একবার বাড়ছে তেমনই কয়েকদিন পরেই আবার কমে যাচ্ছে৷ এসব নিয়ে আলোচনা সমালোচনায় যখন ঘুরপাক খাচ্ছেন গ্রাহকেরা, তখন বিগত চার মাসে কখন একটু একটু করে ৪৪ টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর হয়েছে তার আঁচও পায়নি কেউ৷ আর এবার একেবারে একধাক্কায় ৫০টাকা

3 stocks recomended

চুপিসাড়ে বাড়ল রান্নার গ্যসের দাম, সুরক্ষার প্রশ্নেও নেই সদুত্তর!

নয়াদিল্লি: চলতি বছরের আগস্ট থেকেই রান্নার গ্যাসের রসিদে ভর্তুকির অঙ্ক উধাও৷ রান্নার গ্যাসের দাম যেমন এক একবার বাড়ছে তেমনই কয়েকদিন পরেই আবার কমে যাচ্ছে৷ এসব নিয়ে আলোচনা সমালোচনায় যখন ঘুরপাক খাচ্ছেন গ্রাহকেরা, তখন বিগত চার মাসে কখন একটু একটু করে ৪৪ টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর হয়েছে তার আঁচও পায়নি কেউ৷ আর এবার একেবারে একধাক্কায় ৫০টাকা পর্যন্ত বাড়ানো হল রান্নার গ্যাসের সার্ভিস চার্জ৷ এরসঙ্গেও জুড়ে যাবে জিএসটি৷

এতদিন সার্ভিস চার্জ ছিল ৭০ টাকা৷ পরে তা বেড়ে হয় ১৫০ টাকা৷ এর সঙ্গে ছিল১৮ শতাংশ জিএসটি৷ তবে পুজোর আগেই এই অঙ্কটা ২০০তে পৌঁছে যায়৷ এর সঙ্গে জুড়ে যায় ১৮ শতাংশ জিএসটি৷ উজ্জ্বলা যোজনায় যারা গ্যাস নিয়েছেন, তাঁদেরও বইতে হবে ওই বাড়তি খরচ৷ তবে এখানেও গোলমাল৷ সুরক্ষার মূল্য দিতে এই বর্ধিত খরচের বোঝা কমাতেও অদ্ভুত উপায়, কাটছাঁট হয়েছে সুরক্ষায়৷

কারণ কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী কোনোরকম দুর্ঘটনা এড়াতে রান্নার গ্যাসের যন্ত্রপাতিগুলি দুবছরের পরিবর্তে এখন থেকে পাঁচ বছর অন্তর পরীক্ষা করবে সংশ্লিষ্ট গ্যাস সংস্থাগুলি৷ প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা প্রতিটি গ্রাহকের বাড়িতে গিয়ে রান্নার গ্যাস চেকিং করবেন৷ যদি তাঁরা কোনও যন্ত্রে কোনো ত্রুটি থাকলে, তাহলে তা পাল্টে দেবেন এবং সেই মতো দাম নেবেন৷

অবশ্য কেন্দ্রের সিদ্ধান্তে যথেষ্টই ক্ষুব্ধ ডিলাররা৷ তাঁদের অভিযোগ, সার্ভিস চার্জ বাড়ানোর পাশাপাশি সার্ভিসিংয়ের সময়ও বাড়ানো হয়েছে৷ এতে সার্ভিস চার্জ থেকে আয় কমবে ডিলার ও কর্মীদের৷ তবে সুরক্ষার বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ৷ যদিও নিয়মমাফিক দু’বছর অন্তর যে বাধ্যতামূলক সার্ভিসিং ছিল, গ্রাহকদের অনেকেই তা এড়িয়ে যেতেন৷ সেক্ষেত্রে রান্নার গ্যাস থেকে সুরক্ষার প্রশ্নে সরকারি তরফে মেলেনি কোনও সদুত্তর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =