মুম্বই: আরবিআইয়ের হেল্প লাইনে ফোন করে টাকা খোয়ালেন বৃদ্ধ। মুম্বইয়ের মালাডের ঘটনা। বহুদিন পর ঘর পরিষ্কার করতে প্রায় ৭ হাজার টাকার বাতিল নোট খুঁজে পান ৭৪ বছরের বৃদ্ধা বিজয় কুমার মারওয়া।
হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, নোটগুলি পাওয়ার পরে সেগুলি আরবিআইতে জমা দিয়ে পাল্টে নেওয়ার মনস্থির করেন তিনি। যেই ভাবা সেই কাজ। ইন্টারনেটে আরবিআইয়ের হেল্পলাইন নম্বর খুঁজতে শুরু করেন। পেয়েও যান। আর সেই নম্বরে ফোন করেই পরেন প্রতারকের খপ্পরে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি আশ্বাস দেন সমস্ত বাতিল নোট পাল্টে দেবেন। সেই সঙ্গে বৃদ্ধএ ব্যাঙ্কের ডিটেলস, এটিএম নম্বর এমনকি ওটিপিও জেনে নেন। তরপরেই বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে প্রায় ৪৮ হাজার টাকা তুলে নেওয়া হয়।