নয়াদিল্লি: শেয়ার বাজারের সাইবার নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তারা এই ব্যাপারে কানপুর আইআইটি’র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। দেশের অন্যতম ওই শেয়ার বাজার জানিয়েছে, তারা যে শুধু কানপুর আইআইটি’র হাত ধরে শেয়ার ও টাকার বাজারের সাইবার অপরাধ আটকাতে চায়, তা নয়। যাতে লগ্নিকারীদের নিরাপত্তা আরও জোরদার করা যায়, সেই দিকেও বিশেষ নজর দেওয়া হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অর্থ সাহায্যে কানপুর আইআইটিতে ইতিমধ্যেই একটি সাইবার সিকিউরিটি কেন্দ্র গড়া হয়েছে।
শেয়ার বাজারের নিরাপত্তায় নয়া উদ্যোগ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের
নয়াদিল্লি: শেয়ার বাজারের সাইবার নিরাপত্তায় এবার বিশেষ উদ্যোগ নিল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তারা এই ব্যাপারে কানপুর আইআইটি’র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। দেশের অন্যতম ওই শেয়ার বাজার জানিয়েছে, তারা যে শুধু কানপুর আইআইটি’র হাত ধরে শেয়ার ও টাকার বাজারের সাইবার অপরাধ আটকাতে চায়, তা নয়। যাতে লগ্নিকারীদের নিরাপত্তা আরও জোরদার করা যায়, সেই দিকেও বিশেষ নজর দেওয়া