আরও দামী হচ্ছে রেলের টিকিট, বাড়ছে করের বোঝা

নয়াদিল্লি: ফের রেল যাত্রীদের জন্য দুঃসংবাদ৷ আরও দামী হচ্ছে রেল টিকিট৷ ফিরছে চলেছে পুরানো পরিষেবা কর৷ জিএসটি চালু হওয়ার পর পরিষেবা কর উঠে গেলেও অনলাইনে রেলের টিকিট বুকিংয়ের উপর চাপানো হচ্ছে পরিষেবা কর৷ আর তাতেই বেশ খানিকটা বাড়তে চলেছে রেলের টিকিটের দাম৷ নয়া ব্যবস্থা কার্যকর হলে ঠিক কতটা বাড়বে টিকিটের দাম? জাতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো

3 stocks recomended

আরও দামী হচ্ছে রেলের টিকিট, বাড়ছে করের বোঝা

নয়াদিল্লি: ফের রেল যাত্রীদের জন্য দুঃসংবাদ৷ আরও দামী হচ্ছে রেল টিকিট৷ ফিরছে চলেছে পুরানো পরিষেবা কর৷ জিএসটি চালু হওয়ার পর পরিষেবা কর উঠে গেলেও অনলাইনে রেলের টিকিট বুকিংয়ের উপর চাপানো হচ্ছে পরিষেবা কর৷ আর তাতেই বেশ খানিকটা বাড়তে চলেছে রেলের টিকিটের দাম৷ নয়া ব্যবস্থা কার্যকর হলে ঠিক কতটা বাড়বে টিকিটের দাম?

জাতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, অনলাইন টিকিটের উপর সার্ভিস চার্জ তুলে নেওয়ায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ কোটি টাকা৷ দিনে দিনে খরচ বাড়তে থাকায় অনলাইন বুকিংয়ে ফের পরিষেবা কর ফিরিয়ে আনতে অর্থমন্ত্রকের তরফে রেলকে চিঠি পাঠানো হয়েছে৷ বিষয়টি নিয়ে অর্থমন্ত্রকের সঙ্গে দ্রুত রেলের কর্তারা বৈঠক করবেন বলে খবর৷ চিঠি পাঠিয়ে অনলাইনে টিকিটের উপর বেশ কিছু চার্জ বসানোর উপর প্রস্তাব দেওয়া হয়েছে৷ তাতে বলা হয়েছে, বড়সড় কোনও পরিবর্তন না হলে IRCTC-র মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটলে পরিষেবা বাবদ বাড়তি ২০ টাকা গুনতে হবে যাত্রীদের৷ স্লিপার ক্লাসের টিকিটে অতিরিক্ত ২০ টাকা ও শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসে ৪০ টাকা গুনতে হবে যাত্রীদের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 2 =