বর্ষা আগমনে গুরুত্বপূর্ণ পূর্বাভাস মৌসম ভবনের

কলকাতা: অবশেষে বর্ষা ঢুকছে দেশে৷ বর্ষার আগমনের দিনক্ষণ জানাল মৌসম ভবন৷ কেন্দ্রীয় হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামি ৪৮ ঘণ্টায় মধ্যে ভারতের মাটিতে পা রাখবে বর্ষা৷ মৌসম ভবনের পূর্বাভাস, আগামি ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে উপর দিয়ে আন্দামান দ্বীপপু্ঞ্জের এগোতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু৷ ফলে আগামি কয়েক দিক আন্দামানে ভারী বৃষ্টি হতে পারে৷ একই সঙ্গে

3 stocks recomended

বর্ষা আগমনে গুরুত্বপূর্ণ পূর্বাভাস মৌসম ভবনের

কলকাতা: অবশেষে বর্ষা ঢুকছে দেশে৷ বর্ষার আগমনের দিনক্ষণ জানাল মৌসম ভবন৷ কেন্দ্রীয় হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামি ৪৮ ঘণ্টায় মধ্যে ভারতের মাটিতে পা রাখবে বর্ষা৷

মৌসম ভবনের পূর্বাভাস, আগামি ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে উপর দিয়ে আন্দামান দ্বীপপু্ঞ্জের এগোতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু৷ ফলে আগামি কয়েক দিক আন্দামানে ভারী বৃষ্টি হতে পারে৷ একই সঙ্গে উত্তরবঙ্গ-সহ পাহাড়ি এলারায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে৷

মৌসম ভবনের তরফে আগেই জানানো হয়েছিল, আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত থাকায় থমকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু৷ গত দশ দিন আন্দামান সাগরে থমকে মৌসুমি বায়ু৷ থমকে থাকার কারণে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা পুরোপুরি ঢুকেতে পারছিল না৷ কিন্তু, পরিস্থিতি একটু উন্নতি ধীরে ধীরে বর্ষা এগোতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 20 =