মুম্বই: পাইলট পাওয়া যাচ্ছে না। এই যুক্তি দেখিয়ে ৩০টি’র বেশি উড়ান বাতিল করে দিল ইন্ডিগো। শনিবার পাইলট ইস্যুতে বহু উড়ান বাতিল করে এই সংস্থা। পরের দিন রবিবারও আবহাওয়াকে দুষে বেশ কয়েকটি উড়ানকে আচমকা বাতিল করার অভিযোগ উঠেছিল এই সংস্থার বিরুদ্ধে। মঙ্গলবার নতুন করে ৩০টি বিমান বাতিলের সিদ্ধান্ত নেয় গুরুগ্রামে অবস্থিত ইন্ডিগোর সদর দপ্তর।
জানা গিয়েছে, সবচেয়ে বেশি সংখ্যক বিমান বাতিল হয়েছে কলকাতা, চেন্নাই ও হায়দরাবাদ থেকে। সূত্রের খবর, কলকাতা বিমানবন্দর থেকে ইন্ডিগোর আটটি বিমান বাতিল করা হয়েছে। হায়দরাবাদ থেকে পাঁচটি এবং বেঙ্গালুরু ও চেন্নাই থেকে চারটি করে বিমান বাতিল করেছে ইন্ডিগো।