কলকাতা: আয়করের রিফান্ড দেওয়ার জন্য কোনও করদাতার কাছ থেকে ব্যাঙ্কের গোপন তথ্য চায় না আয়কর বিভাগ। সচেতনতার লক্ষ্যে ফের এই বিষয়ে সাধারণ মানুষকে সাবধান করছে সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতানো বা অন্য কোনও অসৎ উদ্দেশ্যে গ্রাহকের থেকে এটিএমের পিন থেকে শুরু করে হরেক গোপন তথ্য চেয়ে পাঠানো হয় প্রায়শই।
ভুয়ো এসএমএস বা ই-মেল বা ফোন কলের মাধ্যমে সেই তথ্য চাওয়া হয়। বিশ্বাসের বশবর্তী হয়ে বহু মানুষ সেই তথ্য তুলেও দেন। পরে তাঁরা টের পান, কতটা সর্বনাশ ডেকে এনেছেন তাঁরা। সিবিডিটিও বলছে, তাদের নাম করে এমন ভুয়ো ফোন, ই-মেল বা এসএমএস পাঠানো হচ্ছে সাধারণ মানুষকে। সেখানে বলা হচ্ছে, সংশ্লিষ্ট ব্যক্তির নামে রিফান্ড জমা দেওয়া হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই কারণেই ব্যাঙ্কের যাবতীয় তথ্য দিতে হবে দপ্তরকে। এই ফাঁদে পা দিয়ে অনেকেই সেই তথ্য দিয়ে দিচ্ছেন। তারপর তাঁরা সর্বস্বান্ত হচ্ছেন।