মুহুরত ট্রেডিংয়ে লোকসভা নির্বাচনের প্রভাব? আজ কেমন থাকতে পারে বাজার?

মুহুরত ট্রেডিংয়ে লোকসভা নির্বাচনের প্রভাব? আজ কেমন থাকতে পারে বাজার?

3 stocks recomended

lok sabha elections

কলকাতা: আর কিছু সময়ের মধ্যেই শুরু হতে চলেছে এবছরের মুহুরত ট্রেডিং৷ ব্যবসায়ীদের বিশ্বাস, এই বিশেষ সময়ে ব্যবসা শুরু করলে, সারাবছর সেই ব্যবসা লাভজনক হয়৷ তবে, শেয়ার বাজারে বিনিয়োগ শুভ সময়ের উপর ভিত্তি করে হয় না৷ প্রয়োজন গবেষণা এবং পরিসংখ্যান৷  দুয়ারে আবার লোকসভা নির্বাচন৷ দেশের সবচেয়ে বড় নির্বাচনের ঠিক কয়েক মাস আগে আজ মুহুরত ট্রেডিংয়ের অপেক্ষায় গোটা দেশ৷ কিন্তু, ভোটের মুখে এবার কেমন থাকতে পারে বাজার?

পরিসংখ্যান বলছে, ২০০৮ সাল থেকে এখনও পর্যন্ত মোট ১৫টি মুহুরত ট্রেডিং হয়েছে বাজারে৷ এই ১৫ বছরের মধ্যে মাত্র ৩ বছর ক্ষতির মুখে পড়েছে বাজার৷ বাকি সব সময়ই ট্রেডিং সূচক ১ শতাংশের নিচেই বন্ধ হয়েছে৷ ২৮ অক্টোবর, ২০০৮ সালের মুহুরত ট্রেডিংয়ের ইতিহাস লিখেছিল বাজার৷ সেবার সূচক বেড়েছিল প্রায় ৬ শতাংশের কাছাকাছি৷ উল্লেখযোগ্য বিষয়, ২০০৮ সালের পরের বছর ছিল লোকসভা নির্বাচন৷ ২০০৯-এর নির্বাচনের আগের আগের বছর ২০০৮-সালে মুহুরত ট্রেডিংয়ের সূচক বেড়েছিল ৫.৯ শতাংশ। ২০১৪ সালের নির্বাচনের আগের আগের বছর ২০১৩ সালের মুহুরত ট্রেডিংয়ের সূচক বেড়েছিল ০.২ শতাংশ৷ ২০১৯ নির্বাচনের আগের আগের বছর অর্থাৎ ২০১৮-সালে মুহুরত ট্রেডিংয়ের সূচক বেড়েছিল ০.৭ শতাংশ৷

২০২৪ সালে লোকসভা নির্বাচন৷ চলছে ৫ রাজ্যের নির্বাচন৷ লোকসভা  নির্বাচনের আগে, এবছর কেমন থাকবে বাজার? বিশেষজ্ঞদের একাংশের অনুমান, নির্বাচনের আগের বছরগুলি ফলাফল ছিল বেশ ইতিবাচক ছিল৷ বিশেষজ্ঞদের অনুমান, এবছর বাজার গ্যাপআপ ওপেনিং হতে পারে৷ প্রফিট বুকিংয়ের পাশাপাশি নতুন বিনিয়োগ আসতে পারে বাজারে৷ তবে, দুয়ারে যেহেতু নির্বাচন, ফলে ভোটের ফলাফলেও দিকেও নজর থাকবে বড়বড় বিনিয়োগকারীদের৷

আসলে, বাজারে বিনিয়োগ কোনও শুভ সময় দেখে হয় না৷ বাজারে বিনিয়োগ হয় টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং ঝুঁকির দিক বিবেচনা করেই সঠিক দিশায় এগিয়ে চলুন৷ অবশ্যই লাভবান হবেন৷ শুভ মুহূর্তে এই ট্রেডিং করার আগে প্রয়োজনে স্টক মার্কেট বিশেষজ্ঞদের পরামর্শ নিন৷ এছাড়াও  ট্রেডিং স্কিল বাড়াতে যুক্ত হতে পারেন PREMIUM Options Calls – Nifty & Bank Nifty Calls – Index Options Trading— এই টেলিগ্রাম চ্যানেলে৷  https://t.me/NiftyBankNiftyIndexOptionsCalls

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 15 =