কোন কোন পণ্যের দাম কমাল GST কাউন্সিল

মুম্বই: ভোটের মুখে দাম কমছে বেশকিছু পণ্যের৷ আসলে এগুলির জিএসটি রেট পরিবর্তিত হয়েছে৷ বেশ কিছু পণ্যের জিএসটি রেট ২৮ শতাংশ থেকে কমে হয়েছে ১৮ শতাংশ৷ আবার বেশ কিছু পণ্যের ১৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১২ শতাংশ৷ শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এবার একনজরে দেখেনিন কোন কোন পণ্যের দাম কমাম GST কাউন্সিল করের

3 stocks recomended

কোন কোন পণ্যের দাম কমাল GST কাউন্সিল

মুম্বই: ভোটের মুখে দাম কমছে বেশকিছু পণ্যের৷ আসলে এগুলির জিএসটি রেট পরিবর্তিত হয়েছে৷ বেশ কিছু পণ্যের জিএসটি রেট ২৮ শতাংশ থেকে কমে হয়েছে ১৮ শতাংশ৷ আবার বেশ কিছু পণ্যের ১৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১২ শতাংশ৷ শনিবার জিএসটি কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এবার একনজরে দেখেনিন কোন কোন পণ্যের দাম কমাম GST কাউন্সিল 



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

করের হার কমল ২৮ শতাংশ থেকে ১৮ শতাংশ নামানো হয়েছে, কপিকল, ট্রান্সিমশনের বিশেষ বস্তু, ক্র্যাঙ্করস যন্ত্র, গিয়ার বক্সেস ৩২ ইঞ্চি পর্যন্ত মনিটর ও টিভি, বায়ুচালিত ব্যবহৃত রাবারের টায়ার, ডিজিটাল ক্যামেরা ও ভিডিও ক্যামেরা, লিথিয়াম আইকন ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক, ভিডিও গেম কনসেলস, অন্যান্য ক্রীড়া উপকরণ৷ 

২৮ শতাংশ থেকে ৫ শতাংশ হয়েছে, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ব্যবহারের উপকর৷ 

১৯ শতাংশ থেকে ১২ শতাংশ হয়েছে, বিশেষভাবে তৈরি কর্ক, ন্যাচারাল কর্কের উপাদান অ্যাগলোমেরিটেড কর্ক৷ 

১২ শতাংশ থেকে ৫ শতাংশ করা হয়েছে,  নাচারাল কর্ক, হাঁটার লাঠি, ফ্লাই অ্যাশ, ব্লকস৷

জিএসটি রেট কমায় দাম কমল: রঙিন টেলিভিশন, লিথিয়াম ব্যাটারি, ভিডিও গেম, ১০০ টাকা পর্যন্ত সিনেমার টিকিটের দাম, টায়ার, পাওয়ার ব্যাঙ্ক, গাড়ির থার্ড পার্টি ইন্সিওরেন্সের প্রিমিয়াম, গাড়ির যন্ত্রাংশ, বিমানের ইকনমি ক্লাসের ভাড়া, সৌরবিদ্যুৎ চালিত যন্ত্রাংশে।

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + seventeen =