রেল স্টেশনে ফিরছে মাটির ভাঁড়, নির্দেশ মন্ত্রীর

নয়াদিল্লি: প্লাস্টিক ও কাগজের কাপের সঙ্গে পাল্লা দিতে পারেনি মাটির ভাঁড়৷ রেল স্টেশন থেকে প্রায় হারিয়ে গিয়েছিল সেগুলি৷ আবারও সেখানেই স্বমহিমায় ফিরে আসছে মাটির ভাঁড়৷ রেল ক্যাটারারদের এই নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷ প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের বারাণসী ও রায়বেরিলি স্টেশনের ক্যাটারিং ইউনিটকে মাটির ভাঁড়-গ্লাস-প্লেট ব্যবহার করতে বলেছেন তিনি৷ এতে স্থানীয় কুমোররা আর্থিকভাবে উপকৃত হবেন বলে রেলবোর্ডের

3 stocks recomended

রেল স্টেশনে ফিরছে মাটির ভাঁড়, নির্দেশ মন্ত্রীর

নয়াদিল্লি: প্লাস্টিক ও কাগজের কাপের সঙ্গে পাল্লা দিতে পারেনি মাটির ভাঁড়৷ রেল স্টেশন থেকে প্রায় হারিয়ে গিয়েছিল সেগুলি৷ আবারও সেখানেই স্বমহিমায় ফিরে আসছে মাটির ভাঁড়৷ রেল ক্যাটারারদের এই নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল৷

প্রাথমিকভাবে উত্তরপ্রদেশের বারাণসী ও রায়বেরিলি স্টেশনের ক্যাটারিং ইউনিটকে মাটির ভাঁড়-গ্লাস-প্লেট ব্যবহার করতে বলেছেন তিনি৷ এতে স্থানীয় কুমোররা আর্থিকভাবে উপকৃত হবেন বলে রেলবোর্ডের তরফে জারি করা এক নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে৷

২০০৪ সালে রেলমন্ত্রী থাকাকালীন কুমোরদের কথা ভেবে রেলে মাটির ভাঁড়-গ্লাস-প্লেট ব্যবহার চালু করেছিলেন লালুপ্রসাদ যাদব। এদিকে, লোকসভা ভোটের আগে শুধু বারাণসী ও রায়বেরিলি স্টেশনে এই ব্যবস্থা চালুর পিছনে রাজনীতির অঙ্কও দেখা হচ্ছে। কারণ, বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং রায়বেরিলি ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর নির্বাচনী কেন্দ্র। স্থানীয় কুমোর সম্প্রদায়ের মন জিততেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 2 =