দেশের অর্থনীতিতে চওড়া হচ্ছে ধনী-দরিদ্রের ব্যবধান, গণ-বিদ্রোহের ইঙ্গিত সমীক্ষায়

নয়াদিল্লি: নোটবন্দি, জিএসটি কিংবা আর্থনীতিতে কড়া কড়ি করেও কিছুই হল না দেশের৷ প্রকাশিত অক্সফ্যামের রিপোর্ট অন্তত তাই বলছ৷ গত বছর বছরের নিরিখে দেশের সাধারণ মানুষ আরও পিছিয়ে পড়েছে বলেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে৷ ধনীদের হাতেই চলে গিয়েছে দেশের চার ভাগের তিন ভাগ সম্পত্তি৷ জাতীয় সম্পট অখন ভারতীয় শিল্পপতীদের দখলে চলে গিয়েছে৷ দেশের ন’জন কোটির সম্পদ

3 stocks recomended

দেশের অর্থনীতিতে চওড়া হচ্ছে ধনী-দরিদ্রের ব্যবধান, গণ-বিদ্রোহের ইঙ্গিত সমীক্ষায়

নয়াদিল্লি: নোটবন্দি, জিএসটি কিংবা আর্থনীতিতে কড়া কড়ি করেও কিছুই হল না দেশের৷ প্রকাশিত অক্সফ্যামের রিপোর্ট অন্তত তাই বলছ৷ গত বছর বছরের নিরিখে দেশের সাধারণ মানুষ আরও পিছিয়ে পড়েছে বলেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে৷ ধনীদের হাতেই চলে গিয়েছে দেশের চার ভাগের তিন ভাগ সম্পত্তি৷ জাতীয় সম্পট অখন ভারতীয় শিল্পপতীদের দখলে চলে গিয়েছে৷ দেশের ন’জন কোটির সম্পদ দেশের ৫০ শতাংশ মানুষের সমনা বলে চাঞ্চল্যক তথ্য উঠে এসেছে৷

সমীক্ষা রিপোর্ট বলছে, গোটা দুনিয়ায় কোটিপতিদের সম্পদ বেড়েছে ১২ শতাংশ৷ আর গরিবদের সম্পদ কমেছে ১১ শতাংশ৷ সংস্থার ইঙ্গিত, যে হারে বিশ্ব অর্থনীতিতে ক্রমশ চওড়া হয়ে চলা ধনী-দরিদ্রের ব্যবধানের জেরে যেকোনও মুহূর্তে বিশ্বজুড়ে  গণবিক্ষোভের জন্ম নিতে পারে৷ তার ফল ধনীদেরই ভুগতে হবে বলে জানা গিয়েছে৷ দেশের ধনী ১ শতাংশের সঙ্গে ৫০ শতাংশের এই ফারাক সামাজিক ও গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দেবে বলেও ইঙ্গিত মিলেছে৷ ভারতের এই মুহূর্তে ১৩ কোটি ৬০ লাখ মানুষ দেশের দরিদ্রতম৷ দেশের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ ২০০৪ সাল থেকে তারা ঋণের বোঝা মাথায় নিয়েই রয়েছেন৷ ভারতের ৩৮ কোটির হাতে যে সম্পদ, তা মাত্র ২৬ হাতেই রয়েছে৷ গতবছরও এই সংখ্যাটা ছিল ৪৪ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =