নয়াদিল্লি: দ্বিতীয় দফায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ হতে না হতেই শেয়ার বাজারে বড় ধাক্কা নেমে এসেছে৷ বর্তমানে শেয়ার বাজারে প্রাথমিক বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া মোটেও ভালো নয়৷ সেনসেক্স ৯০০ পয়েন্টের নিচে নেমে গিয়েছে৷ কিন্তু কেন এই অবস্থা? বিনিয়োগ বাঁচাতে কী করবেন? কোন পথে করতে হবে বিনিয়োগ? এসেই সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক৷
বরাবরই বাজেটের পর শেয়ার বাজারে উত্থান-পতন দেখা যায়৷ তার মূল কারণ বাজেট আশানুরূপ না হওয়া৷ কার আসা? কিসের আশা? উত্তরটা খুজে দরকার৷ বাজার প্রাথমিক ধাক্কা তখনই আসে, যখন বাজেট প্রস্তাবে বাজারে সরাসরি যার যুক্তি, সেই সব অতিকায় আর্থিক সংস্থা বা ব্যক্তির স্বার্থে সরাসরি প্রভাব পড়ে৷ যারা প্রতিনিয়ত বিপুল পরিমাণে শেয়ার কিনেছেন, তারাই মূলত বাজার নিয়ন্ত্রণ করছেন৷
হাতে বিপুল টাকা থাকা সংস্থা বাজার নিয়ন্ত্রণ করলেও খেয়াল রাখতে হবে ব্যাংকের শেয়ারের দিকে৷ আগামী দিনে এই সব শেয়ার বাজার যথেষ্ট উজ্জ্বল সম্ভাবনা রয়েছে৷ আপাতত দূরে থাকুন অটো ও রিয়েলিটি শেয়ার থেকে৷ জ্বালানি দামি হওয়ায় মুদ্রাস্ফীতি আশঙ্কা থাকায় এই শেয়ার পড়ার আশঙ্কা রয়েছে৷ প্রয়োজন স্বল্পমেয়াদী বিনিয়োগ থেকে দূরে থাকুন৷ স্বল্পমেয়াদী শেয়ার ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ৷ কাজেই বিনিয়োগ যদি করতে চান, দীর্ঘমেয়াদি বাজারে ফেলে রাখতে পারেন এমন অর্থ বিনিয়োগ করুন, যা চট করে তুলে নেওয়ার দরকার হবে না৷