এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুয়ারে পরিষেবা

এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দুয়ারে পরিষেবা

3 stocks recomended

নয়াদিল্লি: দুয়ারে সরকার পরিষেবা আগেই চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ এবার দুয়ারে পরিষেবা চালু করেছে দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ করোনা কালে প্রতিটি গ্রাহককে আরও ভালো এবং ঘরে বসেই দারুণ পরিষেবা দিতে সক্রিয় পদক্ষেপ করেছে এসবিআই৷  

এই পরিষেবার মাধ্যমে নগদ টাকা থেকে শুরু করে পে অডার্স, নতুন চেকবই সংক্রান্ত সুবিধা বাড়িতে বসে পাওয়া যাবে৷ স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে একটি ট্যুইটে জানানো হয়েছে, দুয়ারে পরিষেবা পেতে গ্রাহকদের শীঘ্রই হোম ব্রাঞ্চে নাম নথিভুক্ত করতে হবে৷ দুয়ারে পরিষেবা পেতে মোবাইল ব্যাঙ্কিং অথবা রেজিস্টার্ড মোবাইল নম্বর বা কলসেন্টারের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে৷ এই পরিষেবা পেতে হলে গ্রাহকদের রেজিস্টার্ড ঠিকানা হোম ব্রাঞ্চের থেকে ৫ কিমির মধ্যে হতে হবে ৷ এর চেয়ে বেশি দূরে হলে এই পরিষেবার সুবিধা পাওয়া যাবে না ৷ 

দুয়ারে পরিষেবার মাধ্যমে রোজ ২০,০০০ টাকা জমা বা তোলা যাবে ৷ তবে এই পরিষেবা পেতে অতিরিক্ত মূল্য দিতে হবে৷ প্রতিটি লেনদেনহীন পরিষেবার জন্য অতিরিক্ত শুল্ক হিসেবে ৬০ টাকা সঙ্গে জিএসটি দিতে হবে ৷ টাকা পয়সার লেনদেনের জন্য ১০০ টাকা সঙ্গে জিএসটি দিতে হবে৷ তবে এই পরিষেবা বেশ কয়েকটি ক্ষেত্র, যেমন-  জয়েন্ট নন পার্সোন্যাল ও মাইনর অ্যাকাউন্টের জন্য সুবিধা পাওয়া যাবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + ten =