আরও ৫ রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি: আরও পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির চূড়ান্ত ছাড়পত্র দিল কেন্দ্রের নরেন্দ্র মোদির অর্থবিষয়ক মন্ত্রিগোষ্ঠী৷ এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে অন্যতম ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে শিপিং কর্পোরেশন৷ এর আগে ২৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার অংশীদারি বিক্রির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিপিসিএলের ৫৩ শতাংশ মালিকানা বেসরকারি হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়৷ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মানিকানা ৬৩ শতাংশ বিলগ্নিকরণের

3 stocks recomended

আরও ৫ রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির সিদ্ধান্ত কেন্দ্রের

নয়াদিল্লি: আরও পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির চূড়ান্ত ছাড়পত্র দিল কেন্দ্রের নরেন্দ্র মোদির অর্থবিষয়ক মন্ত্রিগোষ্ঠী৷ এই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মধ্যে অন্যতম ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে শিপিং কর্পোরেশন৷

এর আগে ২৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার অংশীদারি বিক্রির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিপিসিএলের ৫৩ শতাংশ মালিকানা বেসরকারি হাতে তুলে দেওয়ার ছাড়পত্র দেওয়া হয়৷ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার মানিকানা ৬৩ শতাংশ বিলগ্নিকরণের অনুমতি দেওয়া হয়েছে৷ তবে, নুমালিগড় তৈল শোধনাগারের বিলগ্নিকরণ হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কেন্দ্র তার অংশীদারিত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিগোষ্ঠী৷

জানা গিয়েছে, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার সরকারের অংশীদারিত্ব ৫১ শতাংশের নিচে নামিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই মর্মে আলোচনা হয়েছে বলে খবর৷ সরকারি সূত্রে খবর, সরকারের সংখ্যাগরিষ্ঠ শেয়ার বিক্রি করে দেব৷ তবে ওই সংস্থায় যাতে সরকারের নিয়ন্ত্রণ চলে না যায় জানা, তা নিশ্চিত করতে অন্য সংস্থাকে দিয়ে কেননা হতে পারে শেয়ার৷ তারপর কোম্পানি আইন সংশোধন করে নিয়ন্ত্রন করা হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + sixteen =