অনলাইনে ওষুধ কেনার দিন শেষ! নিষেধাজ্ঞা হাইকোর্টের

দেশ জুড়ে অনলাইনে ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট৷ বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন এবং বিচারপতি ভি কে রাও সাফ জানিয়ে দেওয় হয়েছে, অবিলম্বে দেশেজুড়ে চলতে থাকা অনলাইনে ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা কার্যকর করতে যথাযথ উদ্যোগ নেয় কেন্দ্র৷ সম্প্রতি, নকুল মোহতা নামের এক চর্মরোগ বিশেষজ্ঞ হাইকোর্টে জনস্বার্থের মামলা করেন৷ আদলতে তিনি জানান,

3 stocks recomended

অনলাইনে ওষুধ কেনার দিন শেষ! নিষেধাজ্ঞা হাইকোর্টের

দেশ জুড়ে অনলাইনে ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট৷ বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি রাজেন্দ্র মেনন এবং বিচারপতি ভি কে রাও সাফ জানিয়ে দেওয় হয়েছে, অবিলম্বে দেশেজুড়ে চলতে থাকা অনলাইনে ওষুধ বিক্রির উপর নিষেধাজ্ঞা কার্যকর করতে যথাযথ উদ্যোগ নেয় কেন্দ্র৷

সম্প্রতি, নকুল মোহতা নামের এক চর্মরোগ বিশেষজ্ঞ হাইকোর্টে জনস্বার্থের মামলা করেন৷ আদলতে তিনি জানান, ই-ফার্মেসিগুলি রোজ লক্ষ লক্ষ ওষুধ বিক্রি করে, তাতে রোগী ও চিকিৎসক উভয়েরই বিরাট ঝুঁকি থেকে যায়৷ সেজন্য ২০১৫ সালে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া রাজ্যের ড্রাগ কন্ট্রোলারদের নির্দেশ দিয়েছিলেন, অনলাইনে ওষুধ বিক্রির ওপরে বিধিনিষেধ আরোপ করতে হবে৷ না হলে রোগীদের ক্ষতি হতে পারে৷ মামলায়, ১৯৪০ সালের ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট এবং ১৯৪৮ সালের ফার্মেসি অ্যাক্টে অনলাইনে ওষুধ বিক্রি অনুমোদন করা হয়নি বলেও দাবি করা হয়৷ উল্লেখ করা হয়, অনলাইনে ওষুধ বিক্রির ওপর কেন্দ্রীয় সরকার কয়েকটি খসড়া আইন তৈরি করেছে৷ কিন্তু, তা এখনও কার্যকর হয়নি৷ ফলে, বাড়ছে জটিলতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + ten =