বিপুল বাড়তে চলেছে মোবাইলের খরচ, মাথায় হাত সাধারণ গ্রাহকদের

বিপুল বাড়তে চলেছে মোবাইলের খরচ, মাথায় হাত সাধারণ গ্রাহকদের

3 stocks recomended

নয়াদিল্লি: করোনা মহামারীর জেরে জেরবার জনতা৷ কমেছে আম জমতার আয়৷ চলছে দফতরে দফতরে ছাঁটাই পর্ব৷ কাজ হারিয়েছেন বহু মানুষ৷ আর এই পরিস্থিতির মধ্যে এবার বিপুল হারে বাড়তে চলেছে মোবাইল পরিষেবার খরচ৷

জানা গিয়েছে, আগামী ছ'মাসের মধ্যে মোবাইলের মাশুল বৃদ্ধি করতে চলেছে ভারতী এয়ারটেল৷ খরচ বাড়তে চলেছে ইন্টারনেট পরিষেবার৷ ইন্টারনেট ডেটা প্ল্যানের দাম বাড়াতে চলেছে এয়ারটেল৷ এখন প্রতি মাসে ১৬ জিবি ডেটার জন্য গড়ে ১৬০ টাকা খরচ পড়ে৷ এবার সেই খরচ আরও বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে৷

ভারতী এয়ারটেলের চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল রাজধানীতে একটি অনুষ্ঠানে জানিয়েছেন, হয় আপনারা এই টাকায় প্রতি মাসে ১.৬ ডিজি ডেটা ব্যবহার করুন, অথবা বেশি টাকা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন৷ ইউরোপ বা আমেরিকায় ২ ডলারের বিনিময়ে প্রতি মাসে গ্রাহকরা ১৬ জিবি ডেটা ব্যবহার করে থাকেন৷ বিদেশে টেলিকম সংস্থাগুলিকে সহযোগিতা করে সরকার৷ কিন্তু, তা হচ্ছে না৷ ফলে, টেলিকম সংস্থাগুলি অচিরেই মুখ থুবড়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি৷

গত বছর ডিসেম্বরে ফোনকল ও ডেটা চার্জ বাড়িয়েছিল এয়ারটেল৷ কিন্তু, হালে যে হারে ইন্টারনেটের চাহিদা বেড়েছে, তাতে আগামী ছ'মাসের মধ্যে তাঁদের ডেটা খরচ ২০০ টাকা ছাড়িয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ভারতী এয়ারটেলের চেয়ারম্যান৷

সংস্থা টিকিয়ে রাখতে গ্রাহকদের থেকে প্রতি মাসে অন্তত ৩০০ টাকা আয় হওয়া প্রয়োজন৷ বর্তমানে তা হচ্ছে না৷ ফলে, ইন্টারনেট ডেটার মূল্য মূল্য বৃদ্ধির পক্ষে জোর সওয়াল করেছে এয়ারটেল৷ গত ডিসেম্বরে এয়ারটেল দাম বাড়িয়েছে৷ পরে ভোডাফন-আইডিয়া ও রিলায়েন্স জিও দাম বাড়িয়েছে৷ আগামী দিনে এয়ারটেল ফের প্ল্যানের দাম বাড়ালে বাকি সংস্থাগুলিও পিছিয়ে থাকবে না বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =