মধ্যবিত্তের নাগালছাড়া হতে চলেছে জীবনদায়ী ওষুধের দাম

নয়াদিল্লি: বাড়তে চলেছে জীবনদায়ী ওষুধের দাম। ‘ইন্ডিয়ান পেটেন্ট অ্যাক্টে’র মূল্য নিয়ন্ত্রণ ৫ বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু জীবনদায়ী অসুধকে। এক কথায় বলা যায় ‘প্রাইস ক্যাপ’ তুলে দেওয়া হয়েছে। এর ফলে নিজেদের মতো দাম নির্ধারণ করতে পারবে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। ‘মিনিষ্ট্র অফ কেমিকেল অ্যান্ড ফার্টিলাইজার’ ‘দ্য ড্রাগস (প্রাইস কন্ট্রোল) অ্যামেনডেন্ট অর্ডার, ২০১৯’ প্রকাশ করে।

মধ্যবিত্তের নাগালছাড়া হতে চলেছে জীবনদায়ী ওষুধের দাম

নয়াদিল্লি: বাড়তে চলেছে জীবনদায়ী ওষুধের দাম। ‘ইন্ডিয়ান পেটেন্ট অ্যাক্টে’র মূল্য নিয়ন্ত্রণ ৫ বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু জীবনদায়ী অসুধকে। এক কথায় বলা যায় ‘প্রাইস ক্যাপ’ তুলে দেওয়া হয়েছে। এর ফলে নিজেদের মতো দাম নির্ধারণ করতে পারবে ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি।

‘মিনিষ্ট্র অফ কেমিকেল অ্যান্ড ফার্টিলাইজার’ ‘দ্য ড্রাগস (প্রাইস কন্ট্রোল) অ্যামেনডেন্ট অর্ডার, ২০১৯’ প্রকাশ করে। এর ফলে, ‘ইন্ডিয়ান পেটেন্ট অ্যাক্ট, ১৯৭০ এর আওতায় যেসব ড্রাগ পড়ছে সেগুলোর নতুন উত্পাদন ও নতুন দামে বাজারজাত করণের ক্ষেত্রে ৫ বছরের জন্য ছাড় পাবে প্রস্তুতকারক সংস্থা। অর্থাত, দ্য ড্রাগস অ্যান্ড প্রাইস কন্ট্রোল, ২০১৩ বা ডিপিসিও, ২০১৩ এর আওতায় পড়বে না সেগুলি। এর ফলে দাম বাড়ানোর বাড়তি সুবিধা পাবে সংস্থাগুলি। তবে বিষয়টি নিয়ে আপত্তি জানায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও।

স্বাস্থ্য মন্ত্রকের সচিব প্রীতি সুদান নিজে চিঠি লিখে অনুরোধ জানান। সেই চিঠিও পাঠান ‘ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউট্যিকলসে’র (ডিওপি) কাছে। সেখানে লেখেন, এভাবে ‘প্রাইস ক্যাপ’ তুলে দেওয়ার আগে বিষয়টি ভালো করে যাচাই করে দেখতে। কেননা, এর ফলে ক্যানসার সহ বহু দুরারোগ্য ব্যাধির ওষুধের দাম কয়েকগুন বেড়ে যাবে। বিশেষ করে চিকিত্‌সা বিজ্ঞানের ভাষায় যেগুলিকে বলা হয় ‘অরফান ড্রাগ’। বিশেষ কয়েকটি সংস্থাই এগুলি উত্‌পাদন করে। স্বাস্থ্যমন্ত্রক ছাড়াও উদ্বেগ প্রকাশ করেছে নীতি আয়োগও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *