কৃষিতে আরও ৮ হাজার কোটি টাকা ঋণ দেবে সমবায় ব্যাঙ্ক

কলকাতা: দেশের বিভিন্ন রাজ্যে কৃষিঋণ মকুবের দাবি উঠলেও পশ্চিমবঙ্গে এই প্রবণতা কার্যত নেই। রাজ্যের কৃষি ক্ষেত্রে ঋণের একটা বড় অংশ সমবায় ব্যাঙ্কগুলি দিয়ে থাকে। রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় মনে করেন, কৃষকদের রাজ্য সরকার নানাভাবে সাহায্য করে থাকে। তাঁদের চাষের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়। তাই কৃষিঋণ মকুব করার বিষয়টি এখানে মাথাচাড়া দেয়নি। আগামী আর্থিক বছরে সমবায়

3 stocks recomended

কৃষিতে আরও ৮ হাজার কোটি টাকা ঋণ দেবে সমবায় ব্যাঙ্ক

কলকাতা: দেশের বিভিন্ন রাজ্যে কৃষিঋণ মকুবের দাবি উঠলেও পশ্চিমবঙ্গে এই প্রবণতা কার্যত নেই। রাজ্যের কৃষি ক্ষেত্রে ঋণের একটা বড় অংশ সমবায় ব্যাঙ্কগুলি দিয়ে থাকে।

রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায় মনে করেন, কৃষকদের রাজ্য সরকার নানাভাবে সাহায্য করে থাকে। তাঁদের চাষের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়। তাই কৃষিঋণ মকুব করার বিষয়টি এখানে মাথাচাড়া দেয়নি। আগামী আর্থিক বছরে সমবায় ব্যাঙ্কগুলি কৃষিতে প্রায় আট হাজার কোটি টাকা ঋণ দেবে। ঋণের পরিমাণ অনেকটা বাড়ানো হয়েছে। চার শতাংশ সুদে কৃষিঋণ দেওয়া হয়। এবার সমবায় ব্যাঙ্কগুলিকে কিছুটা আর্থিক সুবিধা দিচ্ছে সরকার। যা কৃষিঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে উৎসাহিত করবে বলে সমবায় দপ্তর মনে করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =