মাসে মাসে টাকা জমিয়ে কোটিপতি হওয়ার সুযোগ কেন্দ্রীয় প্রকল্পে

নয়াদিল্লি: মাসে মাসে টাকা জমিয়ে এবার কটিপতি হওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস৷ তবে, কোটিপতি হতে গেলে মাসে জমাতে হবে পাঁচ হাজার টাকা৷ নেই কোনও ঝুঁকি৷ থাকছে না শোয়ার বাজারের সঙ্গে সম্পর্ক৷ তবে, কোটিপতি হতে গেলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম৷ ১৮ থেকে ৬০ বছর বয়সের এই প্রকল্পের সুযোগ নেওয়া

3 stocks recomended

মাসে মাসে টাকা জমিয়ে কোটিপতি হওয়ার সুযোগ কেন্দ্রীয় প্রকল্পে

নয়াদিল্লি: মাসে মাসে টাকা জমিয়ে এবার কটিপতি হওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস৷ তবে, কোটিপতি হতে গেলে মাসে জমাতে হবে পাঁচ হাজার টাকা৷ নেই কোনও ঝুঁকি৷ থাকছে না শোয়ার বাজারের সঙ্গে সম্পর্ক৷

তবে, কোটিপতি হতে গেলে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম৷ ১৮ থেকে ৬০ বছর বয়সের এই প্রকল্পের সুযোগ নেওয়া যাবে৷ সর্বনিম্ন ৫০০ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়৷ মাঝপথে টাকা জমানো বন্ধ হয়ে গেলেও কোনও সমস্যা নেই৷ তোলা যাযে টাকা৷ রয়েছে আয়করে ছাড়৷ ৪০ শতাংশ টাকার উপর লাগবে না আয়করষ৷

সরকারি হিসেব বলছে, এনপিএস ৮ থেকে ১৪ শতাংশ হারে সুদ দেয়। আর সেটা ধরে কেউ ২৫ বছর বয়সে মাসে ৫ হাজার টাকা করে জমাতে শুরু করলে ৬০ বছর বয়স পর্যন্ত ৩৫ বছরে জমবে ২১ লাখ টাকা। চক্রবৃদ্ধি হারে এর উপরে এই ৩৫ বছরে সুদ মিলবে ১.২৪ কোটি টাকা। সব মিলেয়ে অঙ্কটা দাঁড়াবে ১ কোটি ৪৫ লাখ টাকা।

ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস-এর গুরুত্ব বাড়াতে ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেটে একগুচ্ছ প্রস্তাব আনেন জেটলি। ২০১৭ সালেই এনপিএস-এ লগ্নির উপরে ৫০ হাজার টাকা পর্যন্ত কর ছাড় ঘোষণা করে কেন্দ্র। এখন আবার, মোট টাকার ৬০ শতাংশ তুলে দেওয়ার ছাড় মিলেছে। নিয়ম অনুযায়ী, এনপিএস-এ লগ্নি করার জন্য করদাতা ৫০ হাজার টাকা পর্যন্ত আয়কর আইনের ৮০সি ধারায় নির্ধারিত ১.৫ লক্ষ টাকার অতিরিক্ত ছাড় দাবি করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =