ভোটের মুখে বাংলাকে বিপুল টাকা পাঠাল কেন্দ্র, কত জানেন?

কলকাতা: প্রথম দফা নির্বাচনের এক সপ্তাহও বাকি নেই৷ এমন সময়ে পশ্চিমবঙ্গকে ১০০ দিনের প্রকল্পে দু’দিনের মধ্যে পাঠানো হল প্রায় ২৮৪৭কোটির বেশি টাকা। নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ টাকা গ্রামাঞ্চলে যাবতীয় বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যা কাজ এই সময়ে হবে, তাও মিটিয়ে দেওয়ার সুযোগ পাবে রাজ্য সরকার৷ এই একই ঘটনা ঘটেছিল

3 stocks recomended

ভোটের মুখে বাংলাকে বিপুল টাকা পাঠাল কেন্দ্র, কত জানেন?

কলকাতা: প্রথম দফা নির্বাচনের এক সপ্তাহও বাকি নেই৷ এমন সময়ে পশ্চিমবঙ্গকে ১০০ দিনের প্রকল্পে দু’দিনের মধ্যে পাঠানো হল প্রায় ২৮৪৭কোটির বেশি টাকা। নির্বাচনের আগে এই বিপুল পরিমাণ টাকা গ্রামাঞ্চলে যাবতীয় বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। যা কাজ এই সময়ে হবে, তাও মিটিয়ে দেওয়ার সুযোগ পাবে রাজ্য সরকার৷

এই একই ঘটনা ঘটেছিল ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগেও প্রায় ২৩৯০ কোটি টাকা পেয়েছিল পশ্চিমবঙ্গ৷  এবার বরাদ্দ তার চেয়ে বেশি৷ এবার টাকা বরাদ্দের চিঠিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে মোটা টাকা পাঠানোর পাশাপাশি রাজ্য সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে, গত বছরের বকেয়া মজুরির টাকা আগে মিটিয়ে ফেলুন৷ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গ্রামবাসীদের ক্ষোভ প্রশমনে এত আন্তরিক উদ্যোগ নিঃসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ৷

চলতি মাসে পশ্চিমবঙ্গ ছাড়া আর তিনটি রাজ্য আপাতত এই প্রকল্পের টাকা পেয়েছে৷ আসাম, মধ্যপ্রদেশ ও রাজস্থান৷ রাজস্থান পেয়েছে প্রায় ৭৭০ কোটি টাকা৷ মধ্যপ্রদেশ পেয়েছে প্রায় ৬৫০ কোটি টাকা। আসাম পেয়েছে প্রায় ২৭৮ কোটি টাকা৷ সর্বাধিক পেল পশ্চিমবঙ্গ৷ এখনও পর্যন্ত ২৮৪৭ কোটি ৬২লক্ষ টাকা৷ সূত্রের খবর, পশ্চিমবঙ্গ ৫ ও ৬ এপ্রিল, এউ দু’দিনে পেয়েছে ২৮৪৭কোটি ৬২লক্ষ টাকা৷ আগামী কয়েকদিনে আরও প্রায় এক হাজার কোটি টাকা রাজ্য সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পে পাবে বলেই গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *