পিএফের সঞ্চিত অর্থ শেয়ারে খাটাতে চলেছে কেন্দ্র! সিঁদুরে মেঘের আশঙ্কা

নয়াদিল্লি: এমপ্লয়িজ পেনশন স্কিমের (ইপিএস) পরিবর্তে ন্যাশনাল পেনশন স্কিমে (এনপিএস) রূপান্তরিত করতে চলেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক৷ এই ব্যবস্থা কার্যকর করার আগে মতামত জানতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের তলব কেন্দ্র শ্রমমন্ত্রকের৷ কেন্দ্র চাইছে ইপিএফ পেনশন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ন্যাশনাল পেনশন ব্যবস্থার আওতায় আনতে৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে এহেন প্রস্তাবে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা, নয়া

3 stocks recomended

পিএফের সঞ্চিত অর্থ শেয়ারে খাটাতে চলেছে কেন্দ্র! সিঁদুরে মেঘের আশঙ্কা

নয়াদিল্লি: এমপ্লয়িজ পেনশন স্কিমের (ইপিএস) পরিবর্তে ন্যাশনাল পেনশন স্কিমে (এনপিএস) রূপান্তরিত করতে চলেছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক৷ এই ব্যবস্থা কার্যকর করার আগে মতামত জানতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের তলব কেন্দ্র শ্রমমন্ত্রকের৷

কেন্দ্র চাইছে ইপিএফ পেনশন ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ন্যাশনাল পেনশন ব্যবস্থার আওতায় আনতে৷ কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে এহেন প্রস্তাবে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা, নয়া এই ব্যবস্থা কার্যকর হলে ইপিএফের সঞ্চিত অর্থের গোটাটা শেয়ারবাজারে খাটানো হবে৷ আর তার জেরে শেয়ারবাজারের উপর নির্ভর করবে সঞ্চিত অর্থের পরিমাণ৷ শেয়ারবাজার চাঙ্গা থাকলে মিলবে মুনাফা৷ আর বাজার পড়ে গেলে মুনাফা কমতে পারে বলেও তৈরি হয়েছে আশঙ্কা৷

সেক্ষেত্রে অবসর গ্রহণের পর সঞ্চিত অর্থের পুরোটা ফেরত পাওয়া যাবে কিনা সে নিয়েও শুরু হয়েছে তুমুল আশঙ্কা৷ কেননা এনপিএসের ক্ষেত্রে পুরোটা শেয়ার বাজারের উপর নির্ভরশীল৷ আর সেই কারণে বাজারের গতি প্রকৃতির ওপর নির্ভর করতে পারে মুনাফা৷ ফলে অবসরের পর সঞ্চিত অর্থ পুরোটা ফিরে পাওয়া নিয়ে চূড়ান্ত বিপাকে পড়তেন উপভোক্তারা৷

তবে এই নিয়ে বিতর্ক দেখা দিতে পারে, এই আশঙ্কা থেকেই কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে তরফে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণমূলক প্রতিনিধিত্বের এর জন্য মতামত চেয়ে ডেকে পাঠানো হয়েছে৷ সেখানেই পরবর্তী বিষয়টি নিয়ে চূড়ান্ত সীলমোহর দেয়া হতে পারে৷ যদিও মন্ত্র সূত্রে খবর, ইপিএসের পরিবর্তন করে এনপিএস বেছে নেওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দিতে চলেছে শ্রমমন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + six =