নয়াদিল্লি: মাসে ৫০০০ টাকা জমিয়ে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল পেনশন সিস্টেম বা NPS -এর মাধ্যমে কোটিপতি হওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্র৷
কিন্তু কী ভাবে কোটিপতি হওয়া যায়? সরকারি হিসেব বলছে, এনপিএস ৮ থেকে ১৪ শতাংশ হারে সুদ দেয়। আর সেটা ধরে কেউ ২৫ বছর বয়সে মাসে ৫ হাজার টাকা করে জমাতে শুরু করলে ৬০ বছর বয়স পর্যন্ত ৩৫ বছরে জমবে ২১ লাখ টাকা৷ চক্রবৃদ্ধি হারে এর উপরে এই ৩৫ বছরে সুদ মিলবে ১.২৪ কোটি টাকা৷ সব মিলেয়ে অঙ্কটা দাঁড়াবে ১ কোটি ৪৫ লাখ টাকা৷
তবে, কোটিপতি হওয়ার স্বপ্ন না থাকলেও যাঁরা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে ভয় পান তাঁদের জন্য এই সরকারি প্রকল্প অনেকটাই সুবিধার। এর টাকা বাড়বেই। কিন্তু আসল কমে যাওয়ার কোনও ভয় নেই। ইকিউটি বিনিয়োগের মতো বাজার দরের ওঠানামার ভয় নেই। এটা ঠিক যে দ্রুত অর্থ বৃদ্ধির করার জন্য ইকিউটিতে বিনিয়োগকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে তাতে ঝুঁকি থাকে। ১৮ থেকে ৬০ বছর বয়সের যে কেউই এই প্রকল্পের সুযোগ নিতে পারেন। সর্বনিম্ন ৫০০ টাকাও বিনিয়োগ করা যায়। মাঝপথে টাকা জমানো বন্ধ হয়ে গেলেও কোনও সমস্যা নেই। মাঝপথে টাকা তোলাও যায়। নতুন নিয়মে ৪০ শতাংশ টাকার উপরে কোনও আয়কর দিতেও হবে না। আগে যেটা ছিল ২০ শতাংশ।