GST কমিয়ে ফ্রিজ, টিভি, এসি-র দামে লাগাম আনছে কেন্দ্র

নয়াদিল্লি: একের পর এক অর্থনৈতিক ও রাজনৈতির চাপ সামাল দিতে লোকসভা নির্বাচনের আগে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে চলেছে কেন্দ্র সরকার৷ ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিল এসি, টেলিভিশন, ডিশ ওয়াশার, ডিজিটাল ক্যামেরা প্রভৃতি পণ্যের কর হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হতে পারে৷ ফলে, একগুচ্ছ ভোগ্যপণ্যের দাম সস্তা হতে পারে৷

GST কমিয়ে ফ্রিজ, টিভি, এসি-র দামে লাগাম আনছে কেন্দ্র

নয়াদিল্লি: একের পর এক অর্থনৈতিক ও রাজনৈতির চাপ সামাল দিতে লোকসভা নির্বাচনের আগে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে চলেছে কেন্দ্র সরকার৷ ১৭ ডিসেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির নেতৃত্বাধীন জিএসটি কাউন্সিল এসি, টেলিভিশন, ডিশ ওয়াশার, ডিজিটাল ক্যামেরা প্রভৃতি পণ্যের কর হার ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হতে পারে৷ ফলে, একগুচ্ছ ভোগ্যপণ্যের দাম সস্তা হতে পারে৷ এর আগে জুলাই মাসে ফ্রিজ, ওয়াশিং মেশিন, বৈদ্যুতিক সরঞ্জাম, সুগন্ধী ও বহু হস্তশিল্পের ক্ষেত্রে কর কমানো হয়েছিল৷ তবে, সিমেন্ট, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের মতো পণ্যের কর ২৮ শতাংশ থেকে কমানো হচ্ছে না৷ জিএসটি কাউন্সিলের পরবর্তী বৈঠকে নতুন পরোক্ষ কর ব্যবস্থায় সর্বোচ্চ করের হার ১৮ শতাংশ করার প্রস্তাবও আলোচনা হতে পারে৷ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক পদস্থ কর্তার সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘কর কমানোর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে৷ সর্বোচ্চ ২৮ শতাংশ করের আওতা থেকে অধিকাংশ পণ্য সরিয়ে আনাই প্রধান লক্ষ্য৷ তবে, বিলাসবহুল সামগ্রীকে এর বাইরে রাখা হবে৷’’ তিনি আরও জানান, বেশ কিছু পণ্যকে ১৮ শতাংশ থেকে ৫ শতাংশ করের আওতায় আনা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *