১০০ টাকার কয়েন আনছে কেন্দ্র

নয়াদিল্লি: প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির নামাঙ্কিত ১০০ টাকার কয়েন আনছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সরকারের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, খুব শীঘ্রই কয়েনটি আনা হবে। যার ওজন হবে ৩৫ গ্রাম। এছাড়াও কয়েনের একপিঠে বাজপেয়ির ছবি এবং দেবনাগরী ও ইংরেজি ভাষায় তাঁর নাম লেখা থাকবে। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী জন্ম ও মৃত্যু সালও উল্লেখ থাকবে কয়েনে।

3 stocks recomended

১০০ টাকার কয়েন আনছে কেন্দ্র

নয়াদিল্লি: প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির নামাঙ্কিত ১০০ টাকার কয়েন আনছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সরকারের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, খুব শীঘ্রই কয়েনটি আনা হবে। যার ওজন হবে ৩৫ গ্রাম। এছাড়াও কয়েনের একপিঠে বাজপেয়ির ছবি এবং দেবনাগরী ও ইংরেজি ভাষায় তাঁর নাম লেখা থাকবে। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী জন্ম ও মৃত্যু সালও উল্লেখ থাকবে কয়েনে। অন্যপিঠে অশোক স্তম্ভ এবং ‘সত্যমেব জয়তী’ লেখা থাকবে। উল্লেখ্য, চলতি বছরের ১৬ আগস্ট ৯৩ বছর বয়সে প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + one =