সুখবর! জিএসটি থেকে রেকর্ড আয়ের খতিয়ান পেশ কেন্দ্রের

সুখবর! জিএসটি থেকে রেকর্ড আয়ের খতিয়ান পেশ কেন্দ্রের

নয়াদিল্লি: করোনা পরবর্তী সময়ে নতুন বাজেট নিয়ে অর্থমন্ত্রীর কাছে দেশবাসীর প্রত্যাশা ছিল প্রচুর। আজ ১ ফেব্রুয়ারি সকাল ১১টায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন পেশ করলেন ২০২১-২২ অর্থবর্ষের বাজেট। কিন্তু বাজেট পেশের আগেই সুখবর এল কেন্দ্রের তরফে৷

ফেব্রুয়ারিতে পা দিয়ে জানুয়ারি মাসের দিকে ফিরে তাকালে দেখা যাচ্ছে, গত মাসে দেশ জুড়ে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) বাবদ আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে রেকর্ড হারে। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই তথ্য। জানা গেছে, জানুয়ারিতে জিএসটি বাবদ আয় হয়েছে মোট ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা। রবিবার এক বিবৃতি দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, “জিএসটি চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ২০২১-এর জানুয়ারি মাসেই তার পরিমাণ হয়েছে সবথেকে বেশি। প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা আয় হয়েছে।”  বিবৃতিতে আরো বলা হয়েছে, “গত মাসের জিএসটি বাবদ আয় ছিল ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা। তার থেকে এই মাসের আয় অনেকটাই বেশি।”

বস্তুত, করোনা আবহে যে অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল ভারতীয় অর্থনীতি, তার ফলে জিএসটি বাবদ আয়ের পরিমাণ তলানিতে ঠেকেছিল। দুশ্চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল মোদী সরকারের কপালে। কিন্তু গত কয়েক মাসে ধীরে ধীরে জিএসটি আয় আবার বেড়েছে। সূত্রের খবর, গত ৪ মাস ধরে প্রতি মাসে জিএসটি থেকে ১ লক্ষ কোটি টাকার বেশি আয় হয়েছে। করোনা সংকট কাটিয়ে যে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি, তা বলাই বাহুল্য।

রবিবার জিএসটি বাবদ আয়ের বিস্তারিত খুঁটিনাটি প্রকাশ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। বলা হয়েছে, ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত জিএসটি থেকে আয়ের খাতে ঢুকেছে ১ লক্ষ ১৯ হাজার ৮৪৭ টাকা। এর মধ্যে কেন্দ্রের আয়ের পরিমাণ ২১ হাজার ৯২৩ কোটি টাকা এবং রাজ্যের জিএসটি বাবদ আয় হয়েছে ২৯ হাজার ১৪ কোটি টাকা। এছাড়া আন্তর্জাতিক জিএসটি থেকে আয় হয়েছে ৬০ হাজার ২৮৮ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *