নয়াদিল্লি: চলতি জানুয়ারি মাস থেকে আগামী মার্চ মাস পর্যন্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের দু’টি স্কিমে সুদের হার পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। এক বছরের টার্ম ডিপোজিট এবং তিন বছরের টার্ম ডিপোজিটে সুদের হারের পরিবর্তন করেছে তারা। গত মাস পর্যন্ত এক বছরের টার্ম ডিপোজিটে সুদের হার ছিল বার্ষিক ৬.৯ শতাংশ। তা বেড়ে হয়েছে ৭ শতাংশ।
অন্যদিকে তিন বছরের টার্ম ডিপোজিটে গত মাস পর্যন্ত সুদের হার ছিল বার্ষিক ৭.২ শতাংশ। তা কমিয়ে করা হয়েছে ৭ শতাংশ। এর আগে দু’বছরের টার্ম ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বার্ষিক সাত শতাংশই ছিল, যা অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ, এক, দুই এবং তিন বছরের টার্ম ডিপোজিটের সুদের হার একই করে দিল কেন্দ্রীয় সরকার। বাকি সব স্কিমেই অবশ্য গত মাসের সুদের হারকেই আগামী তিন মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় এসে পরপর সাতবার সুদের হার কমানোর পর, গত অক্টোবর মাস থেকে তা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।