ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ICICI কর্তাকে লুক আউট নোটিস জারি CBI-এর

নয়াদিল্লি: নয়াদ ভিডিওকনকে ৩,২৫০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই আইসিআইসিআই ব্যাঙ্কের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চন্দ্রা কোচার৷ এবার এই মামলায় চন্দ্রা কোচার ও তার স্বামী দীপক কোচারের বিরুদ্ধে এফআইআর দায়ের পর লুক আউট নোটিস জারি করল সিবিআই৷ গ্রেপ্তারির ভয়ে চন্দ্রা ও তার গুণধর স্বামী যাতে বিদেশে চম্পট দিতে না পারে, তা

3 stocks recomended

ব্যাঙ্ক জালিয়াতি মামলায় ICICI কর্তাকে লুক আউট নোটিস জারি CBI-এর

নয়াদিল্লি: নয়াদ ভিডিওকনকে ৩,২৫০ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই আইসিআইসিআই ব্যাঙ্কের ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন চন্দ্রা কোচার৷ এবার এই মামলায় চন্দ্রা কোচার ও তার স্বামী দীপক কোচারের বিরুদ্ধে এফআইআর দায়ের পর লুক আউট নোটিস জারি করল সিবিআই৷ গ্রেপ্তারির ভয়ে চন্দ্রা ও তার গুণধর স্বামী যাতে বিদেশে চম্পট দিতে না পারে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা৷

সম্প্রতি, মুম্বইয়ে ভিডিওকনের হেড অফিসে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা৷ ‌তল্লাশি চালানো হয়েছে চন্দ্রা কোচারের স্বামী দীপক কোচারের সংস্থার দপ্তরেও৷ আইসিআইসিআই ব্যাঙ্কের ডিরেক্টর থাকাকালীন ভিডিওকনের এমডি বেনুগোপালকে ৩২৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দিয়েছিলেন চন্দ্রা কোচার৷ সেই ঋণ পাওয়ার পরিবর্তে বেনুগোপাল চন্দ্রার স্বামী দীপক কোচারের সংস্থায় ৬৪ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন বলে অভিযোগ৷ সেই কারণেই এই ঋণ ভিডিওকনকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছিল সিবিআইয়ের কাছে৷ এই দুর্নীতি মামলার তদন্তের জন্য সিবিআইয়ের কাছে সরাসরি অভিযোগ জানানো হয়েছিল৷ সেই অভিযোগের কথা জানার পরেই আইসিআইসিআই ব্যাঙ্কের বোর্ড চন্দ্রা কোচারকে ডিরেক্টর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − one =