কলকাতা: ক্ষুদ্র শিল্পের প্রসারের জন্য ৩৭ টি জমি চিহ্নিত করা হল৷ বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এ কথা জানান রাজ্যের অর্থ তথা শিল্পমন্ত্রী অমিত মিত্র। অর্থমন্ত্রী অমিত মিত্র আগেই দাবি করেছেন, জমির অভাবে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন আটকাবে না।
তাঁর কথায়, রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে জমি যে এখন কোনও ইস্যুই নয়, তার প্রমাণ এ রাজ্যের ল্যান্ড ব্যাঙ্ক। এর পাশাপাশি লগ্নির জন্য প্রয়োজনীয় বাকি বিষয়ের উপরও জোর দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তিনি নবান্নে সাংবাদিকদের জানান, যে ৩৭ টি জমি চিহ্নিত করা হয়েছে, সেগুলি বোলপুরে৷ বাকিগুলি রাজ্যের নানা শিল্পতালুকে৷ এগুলিতে প্রায় ৫ হাজার কর্ম সংস্থান হবে৷
রাজ্যের শিল্প-প্রশাসকদের দাবি, পরিকাঠামো এবং প্রশাসনিক তৎপরতায় অন্যান্য রাজ্যের থেকে অনেক এগিয়ে আছে পশ্চিমবঙ্গ। খোদ ওয়ার্ল্ড ব্যাঙ্কের সমীক্ষা তার প্রমাণ। এবার বাকিটা বিনিয়োগকারীদের সদিচ্ছা, বলছেন দফতরের কর্তারা।