কলকাতা: প্রতিমাসে কর্মীদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হলেও কিন্তু তা জমা পড়ছে না পিএফ অফিসে৷ চলছে পিএফের টাকা নিয়ে ছিনিমিনি৷ গোটা দেশজুড়ে এহেন কার্যকলাপ চললেও বাংলায় PF কেলেঙ্কারি উপর এবার নজর বাড়াল কেন্দ্র৷ পিএফের টাকা জমা না করানো বাংলার ১০ হাজার সংস্থাকে চিহ্নিত করল কেন্দ্র৷ সূত্রের খবর, ওই সংস্থাগুলির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হতে পারে৷
পিএফের টাকা জমা না হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ কর্মচারীদের৷ পিএফ গ্রাহকের সেই হয়রানি রুখতে বারবার কঠোর হওয়ার হুমকি দেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না৷ উল্টে প্রকাশ্যে এল নয়া কেলেঙ্কারি৷ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের আওতায় এরাজ্যে যে ১০টি পিএফ অফিস আছে, সেখানে এখন মোট পিএফ খেলাপি সংস্থার সংখ্যা ১৫ হাজার ৫১০৷ এর মধ্যে দীর্ঘদিন পিএফ জমা না করা সংস্থা ১০ হাজারেরও বেশি৷ সূত্রের খবর, পিএফ খেলাপি সংস্থাগুলির বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র৷
EPF অ্যাকাউন্টে কত টাকা জমেছে, দেখবেন কীভাবে?
ইপিএফ অ্যাকাউন্টে কত টাকা জমেছে, তা জানার একাধিক পথ রয়েছে৷ ব্যাংকে যেভাবে পাসবুকের সাহায্যে ব্যালান্স সম্পর্কিত তথ্য জানা যায়, সেই একই ভাবে ইপিএফে কত টাকা জমেছে তা জানা যায়। এই পাসবুকটি ইপিএফওর সরকারি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে ব্যবহার করা যায়।
পোর্টাল থেকে কীভাবে ব্যালেন্স জানবেন? প্রথমে epfindia.gov.in-এ ঢুকে পাসবুক লেখা অংশে ক্লিক করতে হবে৷ পরে, নিজের নাম ও অ্যাকাউন্ট নম্বর দিতে হবে৷ এই তথ্য দেওয়া হয়ে গেলে সমস্ত বিবরণ বেরিয়ে আসতে থাকবে৷ এবার মেম্বার আইডি বেছে নিলেই ইপিএফওর পাসবুক ব্যবহার করা যাবে৷ শুধু দেখা নয় তথ্য ডাউনলোড করারও সুযোগ আছে৷