জাতীয় পেনশন স্কিম বা NPS-এ বড় ঘোষণা কেন্দ্রের

আজ বিকেল: নতুন বছরের আগেই সুখবর দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ সোমবার জাতীয় পেনশন স্কিমে সরকারি অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী জেটলি৷ সাংবাদিক বৈঠকে জেটলি জানান, এখন থেকে জাতীয় পেনশন স্কিমে সরকারের তরফে ১৪ শতাংশ অনুদান বাড়ানো হবে৷ এতদিন ১০ শতাংশ অনুদান দিত কেন্দ্র৷ অনুদান বৃদ্ধির পাশাপাশি জাতীয় পেনশন স্কিমে টাকা তোলার ক্ষেত্রেও বড় ছাড় দেওয়ার

3 stocks recomended

জাতীয় পেনশন স্কিম বা NPS-এ বড় ঘোষণা কেন্দ্রের

আজ বিকেল: নতুন বছরের আগেই সুখবর দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ সোমবার জাতীয় পেনশন স্কিমে সরকারি অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী জেটলি৷ সাংবাদিক বৈঠকে জেটলি জানান, এখন থেকে জাতীয় পেনশন স্কিমে সরকারের তরফে ১৪ শতাংশ অনুদান বাড়ানো হবে৷ এতদিন ১০ শতাংশ অনুদান দিত কেন্দ্র৷ অনুদান বৃদ্ধির পাশাপাশি জাতীয় পেনশন স্কিমে টাকা তোলার ক্ষেত্রেও বড় ছাড় দেওয়ার ঘোষণা করেছেন জেটলি৷ জানিয়েছেন, এখন থেকে গোটা মূলধনের ৬০ শতাংশ টাকা তুলে নিলে দিতে হবে না কোনও কর৷ লাগবে না টাকা তোলার ফাইনও৷

DA মামলার গুরুত্বপূর্ণ আপডেট, স্বস্তিতে রাজ্য

ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস-এর কদর বাড়াতে ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট একগুচ্ছ প্রস্তাব আনলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ গত বছরই এনপিএস-এ লগ্নির উপর ৫০,০০০ টাকা অবধি করছাড় ঘোষণা করা হয়েছিলেন৷ এবার, মোট টাকার ৬০ শতাংশ তুলে দেওয়ার ছাড় ঘোষণা করেন তিনি৷ এনপিএস-এ লগ্নি করার জন্য করদাতা ওই ৫০,০০০ টাকা ছাড় আয়কর আইনের ৮০সি ধারায় নির্ধারিত ১.৫০ লক্ষ টাকার অতিরিক্ত দাবি করতে পারেন৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এতদিন নিয়ম ছিল, প্রকল্প থেকে একেবারে বেরিয়ে না গেলে অথবা বয়স ৬০ বছর না হওয়া অবধি লগ্নিকারী তাঁর নিজের অ্যাকাউন্ট থেকেই একটি টাকাও তুলতে পারতেন না৷ লগ্নিকারীর বয়স ৬০ বছর হলে অথবা লগ্নিকারী প্রকল্প থেকে একেবারে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে, মোট জমার ৪০ শতাংশ অবধি তুলতে নেওয়া যেত৷ বাকি ৬০ শতাংশ দিয়ে পিএফআরডিএ (পেনশন নিয়ামক সংস্থা) নির্ধারিত কয়েকটি জীবন বিমা সংস্থার থেকে পেনশন কেনা আবশ্যিক ছিল৷ কিন্তু, সেই বিধিনিষেধ কিছুটা শিথিল করল কেন্দ্র৷

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =