নয়াদিল্লি: বদলে যেতে পারে ব্যাংক সময়৷ গ্রাহকদ পরিষেবা দিতে সকাল ৯ টাতেই খুলে যেতে পারে সমস্ত ব্যাংক৷ এমনই পরিকল্পনা নিয়েছে কেন্দ্র৷ তবে, তা এখনই বাস্তবায়িত হচ্ছে না৷
গত জুনে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলির কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ ওই বৈঠকে কেন্দ্রের তরফে একটি প্রস্তাব পাঠানো হয়৷ পরে কেন্দ্রের ওই প্রস্তাব নিয়ে আলোচনায় বসে ভারতীয় ব্যাংক অ্যাসোসিয়েশন৷ ওই প্রস্তাবে সকাল ৯টা থেকে দুপুর ৩টে ও সকাল ১০টা থেকে বিকেল ৪টে অথবা সকাল ১১টা থেকে বিকেল ৫টা এই তিন ভাগে গ্রাহক পরিষেবা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে৷
এরমধ্যে প্রথমটির ক্ষেত্রে সিলমোহর দিয়েছে একাধিক রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংক৷ অনেক ব্যাংকই গ্রাহকদের পরিষেবা দিতে একঘণ্টা সময় এগোয়ে আনার পক্ষে সওয়াল করেছে৷