নয়াদিল্লি: চলতি মাসের শুরুতেই দু’দিনের ব্যাংক ধর্মঘট। ৫ এবং ৬ ডিসেম্বর দেশজুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছেন রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলির প্রায় ১০ লক্ষ কর্মী। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ব্যাংক কর্মীদের ৯টি সংগঠনের ডাকে এই ধর্মঘট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা জানিয়ে দিয়েছে ধর্মঘট প্রত্যাহৃত না হলে এই দুদিনে ব্যাংকিংয়ের স্বাভাবিক কাজ ক্ষতিগ্রস্ত হবে। ধর্মঘটে যোগ দেবেন এটিএম রক্ষীরাও। বেসরকারি ব্যাংকগুলি এই ধর্মঘটে সামিল না হলেও ব্যাহত হবে চেক ক্লিয়ারিংয়ের কাজ। মাসের প্রথমে পর পর দু’দিন ব্যাংক ধর্মঘটের জেরে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে।
চলতি মাসের শুরুতেই ব্যংক ধর্মঘটের ডাক
নয়াদিল্লি: চলতি মাসের শুরুতেই দু’দিনের ব্যাংক ধর্মঘট। ৫ এবং ৬ ডিসেম্বর দেশজুড়ে এই ধর্মঘটের ডাক দিয়েছেন রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলির প্রায় ১০ লক্ষ কর্মী। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে ব্যাংক কর্মীদের ৯টি সংগঠনের ডাকে এই ধর্মঘট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা জানিয়ে দিয়েছে ধর্মঘট প্রত্যাহৃত না হলে এই দুদিনে ব্যাংকিংয়ের স্বাভাবিক